নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারীর সভার ৩ দিন পর অশান্ত চন্দননগর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি(BJP) নেতার মিছিলে উঠছিল গোলি মারো স্লোগান। এনিয়ে শোরগোল শুরু হয়েছিল। তার জেরে গ্রেফতার করা হয়েছে ৩ বিজেপি কর্মীকে। তৃণমূলে(TMC) তরফে বিজেপির সভাস্থল শুদ্ধিকরণও করা হয়েছে। এবার শুরু হয়েছে নতুন সমস্যা।


আরও পড়ুন-সফর সূচিতে নয়া সংযোজন, এলগিন রোডে নেতাজির বাসভবনেও যাচ্ছেন মোদী


শনিবার সকালে বাগবাজার জিটি রোডে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির মণ্ডল কর্মীরা। অভিযোগ, শুভেন্দু অধিকারীর সভার জন্য বিজেপির যেসব পাতাকা লাগানো হয়েছিল তা ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে ওই কাজ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এনিয়ে পুলিসে অভিযাগ করা হবে। ২৪ ঘণ্টার মধ্যে পুলিস দোষীদের ধরতে না পারলে বড়সড় আন্দোলনের পথে হাঁটবে বিজেপি। জানিয়েছেন বিজেপি নেতা গৌতম চট্টোপাধ্যায়। 


আরও পড়ুন-ট্রাক্টর Rally বানচালের ছক, ৪ কৃষক নেতাকে 'খুনের ষড়যন্ত্র' মুখোশধারীর!


এদিকে তৃণমূলের তরফে বিজেপির ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এলাকায় তৃণমূলের তরফে বলা হয়েছে, এটা বিজপিরই ষড়যন্ত্র। দলের নেতা ভোলা বিশ্বাস বলেন, ওদের পরিকল্পনা, দিনোর আলোয় পতাকা লাগানো আর রাতের অন্ধকার তা ছিঁড়ে ফেলে দিয়ে তৃণণূলের ঘাড়ে দোষ চাপানো। এসব মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয়।