ওয়েব ডেস্ক: ইলিশ ভর্তি নৌকো ডুবে গেল নদীতে। বরবাদ হল কয়েক লক্ষ টাকার মাছ। আজ সকালে নামখানায় হাতানিয়া দোহানিয়া নদীতে ঘাটের কাছে এই দুর্ঘটনা হয়। ট্রলার থেকে মাছ তুলে ঘাটে ভিড়ছিল নৌকাটি। ঘাটের খুব কাছেই নৌকাটি  আচমকা উল্টে যায় । মত্‍স্যজীবীরা প্রাণে বাঁচলেও নষ্ট হয় প্রচুর ইলিশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, দিঘায় ভরা ষাঁড়াষাড়ি কোটাল । রেকর্ড পরিমাণ জলোচ্ছ্বাস যা বিগত কয়েক বছরে দেখা যায়নি । ঢেউয়ের উচ্চতা ১০ থেকে ১৫ ফুট । হু হু করে জল ঢুকছে সৈকত নগরীতে । উপচে পড়া পর্যটকদের ভিড় । আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন ।