Bolpur: মেয়েকে খুঁজে দিতে পারেনি পুলিস, সন্তানকে ফিরে পেতে ছবি হাতে রাস্তায় বাবা

এবার মেয়েকে খুঁজে পেতে বাবা নিজেই বেরিয়ে পড়েছেন রাস্তায়। বয়সকে উপেক্ষা করেই গ্রামে গ্রামে মেয়ের ছবি হাতে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

Updated By: Jul 3, 2022, 12:04 PM IST
Bolpur: মেয়েকে খুঁজে দিতে পারেনি পুলিস, সন্তানকে ফিরে পেতে ছবি হাতে রাস্তায় বাবা
প্রতীকী ছবি

প্রসেনজিৎ মালাকার: পাঁচ মাস ধরে নিখোঁজ মেয়ে। পুলিসের কাছে গিয়েও লাভ হয়নি। তাই গ্রামে গ্রামে মেয়ের ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বাবা। পাঁচ মাস আগে নিখোঁজ হয়েছে মেয়ে। এখনও মেয়ের খবর পাওয়া যায়নি। থানায় অভিযোগ দায়ের করলেও এখনও পুলিস খুঁজে বের করতে পারেনি মেয়েকে। তাই অসহায় বাবা, গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। হাতে মেয়ের একটা ছবি নিয়ে লোককে জিজ্ঞেস করছে তার মেয়েকে কেউ দেখেছেন কিনা।

Add Zee News as a Preferred Source

ঘটনাটি বীরভূমের বোলপুরের কংকালীতলা এলাকার কাপাসটিকুড়ি গ্রামের। কাপাসটিকুড়ি গ্রামের বাসিন্দা শ্যামাচরণ পরামানিক আর তার মেয়ে শিউলি পরামানিক। ২০১৯ সালে তার মেয়ের বোলপুরের রূপপুর এলাকায় বিনুরিয়া গ্রামে বিয়ে হয়। সেখান থেকেই গত মার্চ মাসে নিখোঁজ হয়ে যায়। শ্বশুর বাড়ি থেকেই সে নিখোঁজ হয়ে যায়। এরপরেই থানার দ্বারস্থ হয় শিউলির পরিবার। স্বামী সহ বাবা মা সকলেই থানার দ্বারস্থ হয়। কিন্তু, পাঁচ মাস অতিক্রম হয়ে গেলে এখনও মেয়েকে খুঁজে বের করতে পারেনি পুলিস।

এরপরই শান্তিনিকেতন থানার বার বার দ্বারস্থ হয়েছে পরিবার। এবার মেয়েকে খুঁজে পেতে বাবা নিজেই বেরিয়ে পড়েছেন রাস্তায়। বয়সকে উপেক্ষা করেই গ্রামে গ্রামে মেয়ের ছবি হাতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। লোকেদের জিজ্ঞেস করছেন কেউ তার মেয়েকে দেখেছেন কিনা। গোটা ঘটনাই অবাক হচ্ছে সাধারণ মানুষরাও।

বাবা শ্যামাচারণ পরামানিক বলেন, ''আমি থানায় অভিযোগ করেছি এখন আমার মেয়েকে পাইনি। আমাদের আত্মীয় স্বজন সবার বাড়ি দেখেছি। তাই আমিই গ্রামে গ্রামে ঘুরছি যদি কেউ আমার মেয়ের খোঁজ দিতে পারে সেই আশায়। আমাদের জামাইও মাঝে মধ্যেই বেরোই আমার সঙ্গে। তবে কাজের জন্য সবসময় হয়ে ওঠে না। এখন আমরা শুধু এই আশায় আছি মেয়েকে খুঁজে পাই তাড়াতাড়ি।

আরও পড়ুন, Weather Today: সকাল থেকেই মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস শহরে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.