বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এরপর চাচোল থানার পুলিসকে খবর দেওয়া হয়। শিবশঙ্কর দাস নামে ওই নেতা জানিয়েছেন, তিনি কিছুই জানতেন না।
নিজস্ব প্রতিবেদন: বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাচোল থানা। জানা গিয়েছে, ওই এলাকারই বাসিন্দা এক বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা। পুলিস সূত্রে খবর, ওই বিজেপি নেতার স্ত্রী সকালে কাজ করার সময় বোমাগুলি লক্ষ্য করেন। স্বামীকে জানান।
আরও পড়ুন: শাসকদলের গোষ্ঠীকোন্দলে 'গুলির লড়াই', মৃত্যু গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির
এরপর চাচোল থানার পুলিসকে খবর দেওয়া হয়। শিবশঙ্কর দাস নামে ওই নেতা জানিয়েছেন, তিনি কিছুই জানতেন না। সকালে প্রথম তাঁর স্ত্রীর চোখেই প্রথমে পড়ে। এরপর পুলিসকে খবর দেওয়া হয়। তিনি আরও জানান, আর খানিক্ষণ দেরি হলেই দুর্ঘটনা ঘটতে পারত। কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। শিবশঙ্কর দাসের অভিযোগ, তৃণণূল আশ্রিত দুষ্কৃতিরাই এই কাজ করেছে। যদিও তৃণমূল পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।