বারুইপুরে বোমাবাজি, আক্রান্ত ব্যবসায়ী
সোমবার রাতে স্টেশন চত্বরে ঢুকে পড়ে একদল সশস্ত্র দুষ্কৃতী। বেশকিছুক্ষণ ধরে চলে তাণ্ডব। লাগাতার বোমা পড়ে। চরম আতঙ্কিত হয়ে পড়ে পরিবার। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় পুলিস।
নিজস্ব প্রতিবেদন: বারুইপুরের বেতবেড়িয়ায় দুষ্কৃতী তাণ্ডব। মদ খেয়ে গালিগালাজ রোজকার ঘটনা। প্রতিবাদ করেছিলেন ব্যবসায়ীরা। পাল্টা নিশানা হয়ে গেলেন তাঁরাই। বোমা, বন্দুক নিয়ে স্টেশন চত্বর দাপিয়ে বেড়াল দুষ্কৃতীরা। মদ্যপ অবস্থায় ব্যবসায়ীদের গালিগালাজ। প্রতিবাদ করে আক্রান্ত ব্যবসায়ীরা।
সোমবার রাতে স্টেশন চত্বরে ঢুকে পড়ে একদল সশস্ত্র দুষ্কৃতী। বেশকিছুক্ষণ ধরে চলে তাণ্ডব। লাগাতার বোমা পড়ে। চরম আতঙ্কিত হয়ে পড়ে পরিবার। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় পুলিস। তাদের গাড়ি লক্ষ্য করেও বোমা পড়ে বলে অভিযোগ। শেষপর্যন্ত বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে যেতে চম্পট দেয় দুষ্কৃতীরা।
রাতভর তল্লাসিতে ১৫টি তাজা বোমা উদ্ধার করে পুলিস। অভিযোগ ওঠে, স্থানীয় তৃণমূল নেতা বেলাগাছি পঞ্চায়েত প্রধান সইফুদ্দিন মোল্লার দিকে। রাতভর তাণ্ডবের পরও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস।