Bhatpara-য় পুলিসকে লক্ষ্য করে বোমাবাজি, জখম ২, Exclusive ফুটেজ Zee ২৪ ঘণ্টার হাতে

তিনজনকে আটক করেছে পুলিস।

Updated By: Jul 29, 2021, 11:20 AM IST
Bhatpara-য় পুলিসকে লক্ষ্য করে বোমাবাজি, জখম ২, Exclusive ফুটেজ  Zee ২৪ ঘণ্টার হাতে

নিজস্ব প্রতিবেদন: ফের উত্তপ্ত ভাটপাড়া। ভাটপাড়া পুরসভার ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডের মধ্যেকার আটচালা বাগান এলাকায় বুধবার ভোররাতে বোমাবাজি। বোমার আঘাতে গুরুতর জখম দুই পুলিস কর্মী। বোমাবাজির মুহূর্তের Exclusive ছবি Zee ২৪ ঘণ্টার হাতে।

জানা গিয়েছে, গতকাল ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে, আটচালা বাগান এলাকায় বোমাবাজি হয়। সেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। এরপর পুলিসকে লক্ষ্য করে চলে বোমাবাজি। বোমার ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ধোঁয়া সরলে দেখা যায়, গুরুতর জখম হয়েছেন দুই পুলিস কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিস। ঘটনার সঙ্গে কারা জড়িত সেই তদন্ত শুরু করছে জগদ্দল থানার পুলিশ ।

আরও পড়ুন: Bankura শিশু পাচারকাণ্ডে আরও তৎপর CID, ৫ অভিযুক্তকে জেরা

আরও পড়ুন: Weather Update: কালো মেঘে ঢাকল আকাশ, হাওড়া-হুগলি সহ একাধিক জেলায় বাড়বে বৃষ্টি

যত দিন গড়াচ্ছে তত দুষ্কৃতীদের আঁতুড়ঘরে পরিণত হচ্ছে জগদ্দল ও ভাটপাড়া এলাকা। মাঝে মধ্যেই বোমাবাজি, গুলি চালানোর ঘটনা ঘটছে। স্তত্র সাধারণ মানুষ। দুষ্কৃতী তাণ্ডব নিয়ে বেশ চাপে ব্যারাকপুর পুলিস কমিশনারেট।