নিজস্ব প্রতিবেদন: ভোট আবহে জঙ্গি সন্দেহে গ্রেফতার এক ব্যক্তি। সোনারপুরের বৈদ্যপাড়া থেকে ওই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিস। ধৃত জেএমবি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। জানা গিয়েছে মুক্তার হোসেন নামে ওই ব্যক্তি আসামের নওগাঁর বাসিন্দা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তার বিরুদ্ধে ইতিমধ্যেই 364a ও 506 ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ বারুইপুর আদালতে তোলা হবে। হাফেজ মাওলানা মহম্মদ নামে বাংলাদেশের এক ব্যবসায়ীকে সোনারপুরে আটকে রেখে এক কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। 


আরও পড়ুন:  প্রোমোটিং বিবাদে হাওড়ায় ব্যাপক বোমাবাজি, রেহাই নেই শিশুরও


 ১৩ মার্চ বাংলাদেশের এক ব্যক্তি তার ভাইয়ের নিখোঁজের অভিযোগ জানান পুলিসে। জানানো হয়, ৭ মার্চ বাড়ি থেকে বের হন তার ভাই, এরপর ৮ মার্চ থেকে মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন আসতে শুরু করে। আতঙ্কে পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার। 


ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিস হাফিজকে সোনারপুরে আটকে রাখার খবর পায়। সোনারপুর পুলিসের সঙ্গে যৌথভাবে তল্লাসি চালিয়ে বুধবার তাকে উদ্ধার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। ঘটনায় আর কারা কারা যুক্ত, কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।