ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজি, আতঙ্কে পরিবার
রাতের অন্ধকারে ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের সীতানাথ গোস্বামী লেনে।
![ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজি, আতঙ্কে পরিবার ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজি, আতঙ্কে পরিবার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/11/12/98564-bombing-shantipur.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাতের অন্ধকারে ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের সীতানাথ গোস্বামী লেনে।
আর কয়েকদিন পরেই মেয়ের বিয়ে। পেশায় কাপড়ের ব্যবয়াসী তপন দাসের বাড়িতে চলছিল তারই প্রস্তুতি। এরই মাঝে শনিবার রাতে তপনবাবু বাড়িতে ঘটে গেল আচমকা দুষ্কৃতী তাণ্ডব। তপন দাসের অভিযোগ, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। দু'জন দুষ্কৃতী মোটরবাইকে বাড়ির সামনে আসে এবং বোমাবাজি করে চম্পট দেয়। ঘটনায় কেউ আহত হয়নি। তবে আচমকা এধরনের দুষ্কৃতী হামলায় আতঙ্কে রয়েছে গোটা পরিবার।
ঘটনায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী তপন দাস। তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে হঠাৎ এধরনের হামলার ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে ব্যবসায়ী তপন দাসের কোনও পুরনো শত্রুতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- বিছানায় গোখরো