নিজস্ব প্রতিবেদন: উলুবেড়িয়া স্টেশন ও ট্রেনে ভাঙচুরের ঘটনা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এভাবেই তাণ্ডবকারীদের প্রচ্ছন্ন সমর্থন জানালেন সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। সঙ্গে তাঁর প্রশ্ন, মুখ্যমন্ত্রী যখন বিধানসভা ভাঙচুরে নেতৃত্ব দিয়েছিলেন সেটা কার বাপের সম্পত্তি ছিল?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন সেলিম বলেন, আমি উলুবেড়িয়ায় গিয়েছিলাম। সেখানে যা হয়েছে তা মানুষে ক্ষোভের বহিঃপ্রকাশ। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। সেখানে হিন্দু - মুসলিম নির্বিশেষে বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন। অথচ ভাঙচুরের দায় সুনির্দিষ্টভাবে একটি সম্প্রদায়ের ওপর চাপানোর চেষ্টা চলছে। বিজেপির আইটি সেল সুকৌশলে এই কাজ করছে।' 


আইন-সংবিধান কিছুই মানেন না, শাড়ি পরা হিটলারের মতো আচরণ করছেন মমতা


মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সেলিম বলেন, 'আজ উনি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের কথা বলছেন। সিঙুর আন্দোলনের সময় এই বোধ কোথায় ছিল? উনিই তো আগুন নিয়ে খেলতে শিখিয়েছেন। নিজের বেলা আঙুর খাই, আর পরের বেলা আল্লার দোহাই?'


CAA বিরোধী তাণ্ডবকে মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগতদের কাজ বলায় তাঁকে বেঁধেন সেলিম। বলেন, 'বহিরাগতদের কাজ হলে উনি এরাজ্যের মানুষকে গ্রেফতার করছেন কেন?'


সেলিমের দাবি, 'বিজেপি ভারতকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চাইছে। দেশের প্রধানমন্ত্রী পোশাকের দোহাই দিচ্ছেন। নিপীড়নমূলক ব্যবস্থা চালাচ্ছে কেন্দ্র।'