পুলিসি তদন্তের হাল দেখে ক্ষুব্ধ আদালত, রাজ্য সরকারকে ভর্তসনা বিচারপতির

ফের হাইকোর্টে চরম ভর্তসিত রাজ্য পুলিস। এবার সাব ইন্সপেক্টরদের তদন্ত করার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিচারপতি। সঙ্গে নির্দেশ দিলেন, কী করে প্রাথমিক তদন্ত করতে হয় তা সাব ইন্সপেক্টরদের প্রশিক্ষণ দিক রাজ্য সরকার। 

Updated By: Jun 15, 2018, 07:53 PM IST
পুলিসি তদন্তের হাল দেখে ক্ষুব্ধ আদালত, রাজ্য সরকারকে ভর্তসনা বিচারপতির

নিজস্ব প্রতিবেদন: ফের হাইকোর্টে চরম ভর্তসিত রাজ্য পুলিস। এবার সাব ইন্সপেক্টরদের তদন্ত করার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিচারপতি। সঙ্গে নির্দেশ দিলেন, কী করে প্রাথমিক তদন্ত করতে হয় তা সাব ইন্সপেক্টরদের প্রশিক্ষণ দিক রাজ্য সরকার। 

ঘটনার সূত্রপাত ২০১০ সালে এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর মামলায়। ওই ঘটনায় পুলিসের তদন্তে অসন্তোষ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মৃতার পরিবার। মৃতার পরিবারের আর্জি মেনে তদন্তে SIT গঠনের নির্দেশ দেয় আদালত। সিটের তদন্ত রিপোর্টে পুলিসি তদন্তে কী কী গাফিলতি ছিল তার বিস্তারিত বিবরণ রয়েছে। সেই রিপোর্ট দেখেই এদিন রাজ্য পুলিসকে ভর্তসনা করেন বিচারপতি রাজশেখর মান্থার।

এদিন বিচারপতি বলেন, 'পুলিসি তদন্তের হাল দেখে মনে হচ্ছে তদন্ত কী করে করতে তার প্রাথমিক প্রশিক্ষণটাই নেই সাব ইন্সপেক্টরদের। সম্প্রতি একাধিক ঘটনায় পুলিসি তদন্তে এই ধরণের মারাত্মক গাফিলতি প্রকাশ্যে এসেছে।' 

এক দলে দিলীপ-সুজন-ববি-জ্যোতিপ্রিয়, বিপক্ষে সুব্রত

এর পরই রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে সাব ইন্সপেক্টরদের প্রাথমিক তদন্তের প্রশিক্ষণ দিতে নির্দেশ দেন বিচারপতি। 

.