Panchayat Election 2023: বিদেশ থেকেও পঞ্চায়েত ভোটে মনোনয়ন! কমিশনকে তদন্তের নির্দেশ হাইকোর্টের
'আইন অনুযায়ী নিজে হাজির মনোনয়ন জমা দিতে হয়। তাহলে কীভাবে মনোনয়ন দিলেন মহিউদ্দিন গাজি'?, প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার।
![Panchayat Election 2023: বিদেশ থেকেও পঞ্চায়েত ভোটে মনোনয়ন! কমিশনকে তদন্তের নির্দেশ হাইকোর্টের Panchayat Election 2023: বিদেশ থেকেও পঞ্চায়েত ভোটে মনোনয়ন! কমিশনকে তদন্তের নির্দেশ হাইকোর্টের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/06/23/426731-acourt.png)
অর্ণবাংশু নিয়োগী: 'পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই দেশ ছাড়েন মহিউদ্দিন'। বিদেশ থেকেও মনোনয়ন মামলায় কমিশনকে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। শুধু তাই নয়, ২৮ জুন রিপোর্ট দিতে হবে কমিশনকে। বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, 'আইন অনুযায়ী নিজে হাজির মনোনয়ন জমা দিতে হয়। তাহলে কীভাবে মনোনয়ন দিলেন মহিউদ্দিন গাজি'?
ঘটনাটি ঠিক কী? উত্তর ২৪ পরগনার মিনাখাঁর কুমারজোল এলাকার তৃণমূল নেতা মহিউদ্দিন গাজী। স্থানীয় পঞ্চায়েতে মহিলা সংরক্ষিত আসনে প্রধান ছিলেন তাঁর নাজমা বিবি। আসনটি এবার ওবিসি সংরক্ষিত। ফলে মহিউদ্দিন নিজেই ওই আসনে মনোনয়ন জমা দিয়েছেন।
এদিকে কমিশনের ওয়েবসাইটে ওই তৃণমূল নেতার নাম দেখেই হাইকোর্টে মামলা করেছেন বিরোধীরা। তাদের অভিযোগ, মহিউদ্দিন এখন বিদেশে। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই সৌদি আরবে চলে যান তিনি। অথচ মনোনয়ন জমা পড়েছে বিডিও অফিস! কীভাবে? বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। অভিবাসন দফতরকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন: Panchayat Election 2023: এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট, জলপাইগুড়িতে বাড়ছে মানুষের ক্ষোভ
এদিন ফের মামলাটির শুনানি হল। হাইকোর্টে রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় অভিবাসন দফতর। রিপোর্টে উল্লেখ, '৪ জুন হজের উদ্দেশে ভারত ছাড়েন মহিউদ্দিন গাজি'। কমিশনের বক্তব্যে সন্তুষ্ট নয় আদালত। বস্তুত, শুনানি চলাকালীন তৃণমূল নেতার মনোনয়ন বাতিল করে দিতেই চেয়েছিলেন বিচারপতি। এরপর আদালতের কাছে 'সুযোগ দেওয়া'র আর্জি জানায় কমিশন। সেই আবেদনের প্রেক্ষিতেই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।
রাজ্যের তরফে আদালতে জানানো হয়, 'প্রার্থীর প্রস্তাবক মনোনয়ন জমা দিয়েছেন। স্ক্রুটিনি পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি'।