কোচবিহার : ১১ মামলায় অভিযুক্ত বিজেপির নিশীথের সঙ্গে তৃণমূলের কোটিপতি পরেশের লড়াই

হলফনামা দেওয়া প্রার্থীদের তথ্যগুলি দেখে নিন একনজরে।

Updated By: Apr 9, 2019, 06:22 PM IST
কোচবিহার : ১১ মামলায় অভিযুক্ত বিজেপির নিশীথের সঙ্গে তৃণমূলের কোটিপতি পরেশের লড়াই

কোচবিহার

লোকসভা নির্বাচনের প্রথম দফায় বৃহস্পতিবার ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে কোচবিহারে। সেখানে সম্মুখসমরে তৃণমূল কংগ্রেসের পরেশচন্দ্র অধিকারী ও বিজেপির নিশীথ প্রামাণিক। ২০১৪ সালে এই আসনে জয় পেয়েছিল তৃণমূলের রেণুকা সিংহ। তাঁর প্রয়াণে ২০১৬ সালে উপনির্বাচনে জেতেন পার্থপ্রতিম রায়।

তিনি অবশ্য এবার আর প্রার্থী হননি। বরং ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে পরেশ অধিকারী। ফরওয়ার্ড থেকে কয়েকমাস আগেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। অন্যদিকে বিজেপির প্রার্থী নিশীথও তৃণমূলে ছিলেন। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন।

তৃণমূল-বিজেপির মধ্যে মূল লড়াই হলেও নির্বাচনী ময়দানে রয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ফরওয়ার্ড ব্লকের গোবিন্দ রায় ও কংগ্রেসের পিয়া রায়চৌধুরি।

আরও পড়ুন: আলিপুরদুয়ার: ৬ মামলায় অভিযুক্ত বিজেপির জন, ৫ বছরে ৮ গুণ আয় বাড়িয়েছেন তৃণমূলের দশরথ

হলফনামা দেওয়া প্রার্থীদের তথ্যগুলি দেখে নিন একনজরে।

পরেশচন্দ্র অধিকারী, তৃণমূল

বয়স- ৬৬ বছর
ঠিকানা- মেখলিগঞ্জ পুরসভার তিন নম্বর ওয়ার্ডে
আয় - পরেশ- ৭৫৭৩৫৪ টাকা (২০১৭-১৮), ৬৭৬১৪৩ টাকা (২০১৩-১৪)

স্ত্রী মীরা অধিকারী আয় - ৬৫১২৮৭ টাকা (২০১৭-১৮), ৪৭০৩৬০ টাকা (২০১৩-১৪)

অপরাধ-

কোনও মামলা নেই। কোনও মামলায় দোষী সাব্যস্ত হননি।

হাতে নগদ- পরেশ- ৪২১৫৪২.৫০ টাকা

স্ত্রী ৬২৮১২ টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ  পরেশ- ১১,৮২২,৮৪১.৫৭ টাকা

স্ত্রী ৪৯৬২০৩২.৫৫ টাকা

স্থাবর- পরেশ- ১২৬৭৪০০০ টাকা

স্ত্রী ২০০০০০০ টাকা

ঋণ ২৬২০৯৬৪ টাকা
পেশা অবসরপ্রাপ্ত, স্ত্রী সরকারি কর্মচারী

 

 

নিশীথ প্রামাণিক, বিজেপি

বয়স- ৩৩ বছর
ঠিকানা- দিনহাটার খার্জিয়া বলাঘাটা গ্রাম
আয় - ১০৬৩৬১৫ টাকা (২০১৭-১৮), ২৬৮৬৯৯ টাকা (২০১৩-১৪)
অপরাধ-

১১টি মামলা। বেআইনি অস্ত্র রাখা, ডাকাতির পরিকল্পনা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, খুন, অস্ত্র নিয়ে হিংসা ছড়ানো, জোর করে অন্যের বাড়িতে ঢুকে পড়া, জোর করে ধরে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি কাজে বাধাদান, শ্লীলতাহানি, চুরি, প্রতারণা।

হাতে নগদ-

২২৫১৫০টাকা

স্ত্রী প্রিয়াঙ্কা প্রামাণিক ৬৫২১০

অস্থাবর সম্পত্তির পরিমাণ নিথীশ- ৪১,৯৪,৪৫৩ টাকা

স্ত্রী ৯,৩৫,৩৫৭ টাকা

স্থাবর-

নিথীশ- ৪৩০০০০০ টাকা

স্ত্রী- ২০০০০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা-

মাধ্যমিক পরীক্ষা

পেশা- শিক্ষক ও ব্যবসায়ী
ঋণ- নেই

 

 

গোবিন্দ রায়, ফরওয়ার্ড ব্লক

বয়স- ৬১ বছর
ঠিকানা- পাতাঘর লেন, পান্ডাপাড়া রোড, জলপাইগুড়ি
আয় - ৮৯১৪৮৭ টাকা (২০১৭-১৮), ৭১২০১০ টাকা (২০১৩-১৪)
অপরাধ- অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা
হাতে নগদ-

গোবিন্দ- ২০০০০ টাকা

স্ত্রী সবিতা রায় -৭০০০ টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ -

গোবিন্দ- ১৬৮৫৮০০ টাকা

স্ত্রী- ৪৫৯০০০ টাকা

স্থাবর

গোবিন্দ- ২১০০০০০ টাকা

স্ত্রী -৪০০০০০০ গোবিন্দ

শিক্ষাগত যোগ্যতা-

এমএ বিএড, এলএলবি

ঋণ-

৪০০০০০

পেশা- অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক

 

 

পিয়া রায়চৌধুরি, কংগ্রেস
বয়স- ৩৮ বছর
ঠিকানা- কোচবিহার পুরসভার ৯ নম্বর ওয়ার্ড
আয় - ৪০৯৬০১ টাকা (২০১৮-১৯), ৩০২৯৮৩ টাকা (২০১৪-১৫)
অপরাধ নেই
হাতে নগদ-

পিয়া- ৯২৫০০ টাকা

স্বামী বিশ্বজিত্ সরকার- ৮২৬০০ টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ

পিয়া- ২০৮৫০৯৮ টাকা

স্বামী- ৫৭৮৮৩৬.৫৬ টাকা

স্থাবর

নেই

স্বামী- ৯৪৬০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা-

এমএ ভূগোল

পেশা স্কুল শিক্ষিকা
ঋণ ৫৪৭২৯৭ টাকা

 

.