থমথমে পাহাড়ে চলছে ধরপাকড়, গ্রেফতার কার্শিয়ং পুরসভার চেয়ারম্যান ও মোর্চা কর্মী

Updated By: Sep 2, 2017, 11:49 AM IST
থমথমে পাহাড়ে চলছে ধরপাকড়, গ্রেফতার কার্শিয়ং পুরসভার চেয়ারম্যান ও মোর্চা কর্মী

ওয়েব ডেস্ক : থমথমে পাহাড়ে ধরপাকড় জারি। কার্শিয়ং পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা লিম্বু গ্রেফতার। গ্রেফতার আরও এক মোর্চা কর্মী। কার্শিয়ংয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিস।

মোর্চার গৃহযুদ্ধে পাহাড়ের পরিস্থিতি এখনও থমথমে। বনধ চলছেই। সিকিমের সাদামে গুলিবিদ্ধ হয়ে মৃত দাওয়া ভুটিয়ার দেহ আজই আনা হচ্ছে কালিম্পংয়ে। সেখানে মিছিলের কর্মসূচি রয়েছে মোর্চার। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা এড়ানো যাচ্ছে না।

এদিকে , এখনও বিপন্ন পাহাড়ের জনজীবন। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পংয়ের বেশিরভাগ দোকান বাজার, অফিস বন্ধ। বন্ধ রয়েছে স্কুলও। বনধ প্রত্যাহার নিয়ে কার্যত গৃহযুদ্ধে জেরবার গোর্খা জনমুক্তি মোর্চা। সংঘাত শীর্ষ নেতাদের। বেকায়দায় সাধারণ পাহাড়বাসী।

কঠোর পুলিসি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিনয় তামাং ও তাঁর অনুগামীদের জন্য। ইতিমধ্যে একদফা তাঁর বাড়ি ভাঙচুর হয়েছে। গা ঢাকা দিয়েছেন বিমল গুরুং, রোশন গিরিরা। তবে গোপন ডেরা থেকেই বারবার বনধের সমর্থনে আসছে কড়া বার্তা। এই অবস্থায় বনধ চলবে নাকি চলবে না, ধন্দ এই প্রশ্নেই।

আরও পড়ুন, নামচিতে পুলিসি অভিযান ঘিরে ঘোরালো সিকিম-রাজ্য সংঘাত পরিস্থিতি

.