অতিরিক্ত পুলিস কমিশনার হচ্ছেন লক্ষ্মী নারায়ণ মীনা, কলকাতা-রাজ্য পুলিসে একাধিক রদবদল
বদলি সবটাই রুটিন মাফিক বলে নবান্ন থেকে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : দীপাবলির মুখে রাজ্যে একাধিক পুলিসকর্তার দায়িত্বে রদবদল ঘটানো হল। রাজ্য় পুলিস থেকে যেমন বেশ কয়েকজন পুলিসকর্তাকে কলকাতা পুলিসে নিয়ে আসা হল। তেমনই কলকাতা পুলিস থেকে নিয়ে যাওয়া হল রাজ্য পুলিসেও। আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বদলির নির্দেশ জারি করা হয়েছে। তবে এই বদলি সবটাই রুটিন মাফিক বলে নবান্ন থেকে জানানো হয়েছে।
চলুন একনজরে দেখে নেওয়া যাক, কে কোন পদে এলেন-
১) আইপিএস লক্ষ্মী নারায়ণ মীনা- অতিরিক্ত পুলিস কমিশনার, কলকাতা
২) আইপিএস মীরজ খালিদ- ডিসি সেন্ট্রাল, কলকাতা
৩) আইপিএস সুধীরকুমার নীলাকান্তম- ডিসি সাউথ, কলকাতা
৪) আইপিএস সইদ আকবর রাজা- ডিসি সাউথ-ওয়েস্ট, কলকাতা
৫) আইপিএস নীলাঞ্জন বিশ্বাস- ডিসি KAP থার্ড ব্যাটেলিয়ন
৬) আইপিএস সুদীপ সরকার- ডিসি সাউথ ইস্ট, কলকাতা
৭) আইপিএস দেবস্মিতা দাস- ডিসি ডিডি স্পেশাল, কলকাতা
৮) আইপিএস আজমল কিদওয়াই- ডিসি পোর্ট, কলকাতা
৯) আইপিএস পঙ্কজ কমার দ্বিবেদী- এসআরপি, হাওড়া
আরও পড়ুন, দীপাবলির মুখে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড (ভিডিয়ো), পুড়ে ছাই ১০০টি ঘর