নিজস্ব প্রতিবেদন: চিকিৎসার গাফিলতিতে ফের রোগী মৃত্যুর অভিযোগ। এবার ঘটনাস্থল বাগুইআটি। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকার একটি বেসরকারি হাসপাতালে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ৬০ হাজার ছুঁই ছুঁই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা, ১ দিনে মৃত আরও ৪০


রোগীর পরিবার সূত্রে খবর, গত ৩০ জুন ব্রেনের চিকিৎসা জন্য ভর্তি হন বারাসাতের বাসিন্দা নিখিল চন্দ্র রায় (৭০)। অভিযোগ, এরপরই তিন লক্ষ টাকা চায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের সামর্থ নেই জানান হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। এরপর হাসপাতালের তরফে জানানো হয়, আপাতত আড়াই হাজার দিলেই পরবর্তী প্যাকেজের ব্যবস্থা করা হবে। এখানেই শেষ নয়, পরিবারের আরও অফিযোগ, চিকিৎসক চিকিৎসা করেছেন তিনি ভুয়ো, ভুল চিকিৎসার দায়ে এর আগেও তিনি গ্রেফতার হয়েছিলেন। 


এরপরই ১২ তারিখে মৃত্যু হয় নিখিল বাবুর। অভিযোগ, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে বচসা বাঁধে। রোগীর পরিবারের এক সদস্যের মাথাও ফাটিয়ে দেওয়া হয়। সবমিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকা। ঘটনাস্থলে আসে ইকোপার্ক থানা পুলিস।