নিজস্ব প্রতিবেদন: বাড়িতে পায়রায় খোপে ঢিল মারা নিয়ে বচসা। ভাই ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল দাদা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য নদিয়ার তেহট্টর ফতায়পুর গ্রামে। আহত শরীফ মণ্ডল ও তাঁর ছেলে সাইফুল মণ্ডল আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জানা গিয়েছে, শরীফের দাদা আশরাফ মণ্ডলের বাড়ির ছাদে পায়রা রয়েছে। অভিযোগ, পায়রার খোপে কয়েকজন বাচ্চা ঢিল মারছিল। তাদের বারণ করা হয়। বচসার সূত্রপাত সেখান থেকেই। এরপরই জল গড়ায় অনেকদূর। অভিযোগ, আশরাফ ও তার তিন ছেলে শরীফের ওপর চড়াও হয়। বাধা দিতে গিয়ে আক্রান্ত হয় সাইফুলও। ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কোপানো হয় বলে অভিযোগ।


সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু, ঘাতককে পরিবেশপ্রেমীদের হাতে তুলে দিল পরিজন


এরপর স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে। আহতদের প্রথমে তেহট্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।