নিজস্ব প্রতিবেদন: ডাইন অপবাদ দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঘটল সংঘর্ষ। বেআইনি আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ার অভিযোগ। আহত হয়ে তিন জন পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পুরুলিয়ার টামনা থানা এলাকার কোটলি গ্রামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত কয়েকদিন ধরে বারবারই কোটালি গ্রামের সুভাষ কুমারের পরিবারের সঙ্গে ঝামেলা বাধে ওই গ্রামেরই চৈতু কুমারের। অভিযোগ, চৈতু সুভাষের পরিবারের এক মহিলাকে 'ডাইন' (witch) অপবাদ দেন। এ নিয়ে গতকাল সুভাষের পরিবারের পক্ষ থেকে অভিযোগও জানানো হয় টামনা থানায় (Tamna Police Station)। এরপরই দুই পরিবারের মধ্যে উত্তেজনা বাড়ে। এবং এর জেরে শুক্রবার সকালে দু'পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। 


আরও পড়ুন: গড়িয়া স্টেশন থেকে স্কুটি চালিয়ে পরিবর্তন যাত্রায় স্মৃতি ইরানি


অভিযোগ, এ সময়েই বেআইনি বন্দুক (gun) থেকে গুলি চালিয়ে দেন চৈতু। গুলিতে আহত হন সুভাষ। সুভাষ ছাড়াও সংঘর্ষে আহত হন আরও দু'জন, এর মধ্যে একজন মহিলাও আছেন। সুভাষকে আশঙ্কাজনক অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে (Purulia Hospital) ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।


আরও পড়ুন: 'বসন্ত এসে গেছে', ফেব্রুয়ারি শেষের আবহাওয়ায় নাজেহাল শহরবাসী