'বসন্ত এসে গেছে', ফেব্রুয়ারি শেষের আবহাওয়ায় নাজেহাল শহরবাসী

Feb 26, 2021, 09:55 AM IST
1/6

শীত কার্যত উধাও। ফেব্রুয়ারির শেষেই গরমে বেশ নাজেহাল রাজ্যবাসী। তারওপর আজ সাতসকালে আবার কুয়াশার দাপট!   

2/6

ভোরে শহরের একাধিক জায়গায় ঘন কুয়াশা দেখা যায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এই অবস্থা।   

3/6

বেলাবাড়ার সঙ্গে সঙ্গেই অবশ্য কুয়াশা কেটে যায়। তবে চিন্তা বাড়াচ্ছে আপেক্ষিক আর্দ্রতার হার। ইতিমধ্যে যা ৯০ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছে।   

4/6

ফলে প্যাচপ্যাচে ঘাম, অস্বস্তি থেকে নিস্তার নেই মানুষের। আজ প্রায় ২ ডিগ্রি বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা।   

5/6

গতকালের ১৮. ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে একুশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।   

6/6

সর্বোচ্চ তাপমাত্রাও একলাফে বেড়েছে ২ ডিগ্রি। আজ তা দাঁড়িয়েছে ৩৪. ৫ ডিগ্রি সেলসিয়াসে।