রাজ্যবাসীর কষ্ট লাঘব করতে 'বাংলাশ্রী'র সূচনা করলেন মুখ্যমন্ত্রী

দূরপাল্লার মোট ২০টি রুটে এই বিশেষ ভলভো বাস চলবে।

Updated By: Jul 18, 2018, 02:27 PM IST
রাজ্যবাসীর কষ্ট লাঘব করতে 'বাংলাশ্রী'র সূচনা করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : রাজ্যবাসীর জন্য সুখবর। বাতানুকুল ভলভো বাসে চেপে এবার কলকাতা থেকে এক নিমেষে পৌঁছে যাওয়া যাবে জেলা সদরগুলিতে। এদিন নবান্নের ভিআইপি গেট থেকে 'বাংলাশ্রী' নামক এই ভলভো বাস পরিষেবার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দূরপাল্লার মোট ২০টি রুটে এই বিশেষ ভলভো বাস চলবে। শীততাপ নিয়ন্ত্রিত এই বাসগুলি ধর্মতলা থেকে ছাড়বে। কলকাতা থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং. রায়গঞ্জ, মালদা, বহরমপুর, বারাসতের মতো ২০টি রুটে চলবে বাসগুলি। প্রতিটি বাসই ননস্টপ। কলকাতা থেকে প্রত্যেকটি জেলা সদরে সাধারণ মানুষ খুব সহজেই যাতে পৌঁছে যেতে পারে, সেজন্যই রাজ্য পরিবহন দফতরের এই উদ্যোগ।

আরও পড়ুন, স্বামীর দু' কান কাটল বয়সে ২০ বছরের বড় স্ত্রী!

এতদিন পর্যন্ত বেসরকারি বাস পরিষেবা চালু থাকলেও, সরকারি ক্ষেত্রে এটাই প্রথম উদ্যোগ। গতিধারা-র মতো এই 'বাংলাশ্রী' প্রকল্পেরও নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। মুখ্যমন্ত্রীর আশা, বাংলাশ্রী প্রকল্পে দূরপাল্লার দূরত্ব যেতে সুবিধা হবে যাত্রীদের। পাশাপাশি এদিন ২২টি ট্রমা কেয়ার বাতানুকূল অ্যাম্বুলেন্স  ও ১৩টি মেডিক্যাল রেকেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

.