Mamata Banerjee: অনুব্রতহীন বীরভূমে মমতার সফর, কোর কমিটিতে ফিরতে পারেন কাজল শেখ?

Kajal Sheikh: এই বৈঠকে কোর কমিটিতে ফের রদ বদলের সম্ভাবনা রয়েছে। ৫ জনের কোর কমিটিতে নতুন সদস্য সংযোজন হতে পারে এমনটাই জানা যাচ্ছে তৃণমূলের আভ্যন্তরীণ সূত্রে৷ তাহলে কি কাজল শেখ আবারও কোর কমিটিতে ফিরছেন?

Updated By: Feb 16, 2024, 05:55 PM IST
Mamata Banerjee: অনুব্রতহীন বীরভূমে মমতার সফর, কোর কমিটিতে ফিরতে পারেন কাজল শেখ?
ফাইল ছবি

প্রসেনজিৎ মালাকার: অনুব্রতহীন বীরভূমে আবারও জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিউড়িতে প্রশাসনিক সভা করারও কথা রয়েছে তাঁর। পাশাপাশি দলের কোর কমিটি, বিধায়ক সহ একাধিক নেতার সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে তাঁর বলে তৃণমূল দলীয় সূত্রে খবর। আর সেখানেই কোর কমিটিতে ফিরতে পারেন কাজল শেখ। আশায় বুক বাঁধছে কাজল অনুগামীরা। আর সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন, Aadhaar Card Deactivated: বাতিল আধার কার্ড! চিঠি পেয়েই আতঙ্কে বাংলার বাসিন্দারা

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৭ ফেব্রুয়ারি বিকেলে সড়ক পথে পশ্চিম বর্ধমান থেকে বোলপুরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বল্লভপুরের রাঙাবিতান গেস্ট হাউসে থাকবেন তিনি৷ সেখানেই জেলার বিধায়ক, সাংসদ ও কোর কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে। এই বৈঠকে কোর কমিটিতে ফের রদ বদলের সম্ভাবনা রয়েছে। ৫ জনের কোর কমিটিতে নতুন সদস্য সংযোজন হতে পারে এমনটাই জানা যাচ্ছে তৃণমূলের আভ্যন্তরীণ সূত্রে৷ তাহলে কি কাজল শেখ আবারও কোর কমিটিতে ফিরছেন? এমনই গুঞ্জন শুরু হয়েছে দলের অন্দরে।

যদিও এই নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলতে নারাজ। তবে লোকসভা ভোটের আগে কেষ্ট গড়ে আবারও কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে দলের নেতা কর্মীরা। অন্যদিকে, প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৮ ফেব্রুয়ারি সিউড়ির চাঁদমারির মাঠে প্রশাসনিক সভা করবেন৷ সেখান থেকে প্রায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে জল প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। শহরের বিভিন্ন জায়গায় ৬ একর জমি জুড়ে বসবে রিফাইল ওয়াটার মেশিন৷

এছাড়া, সতীপীঠের অন্যতম ফুল্লরাতলা ও নন্দকেশরীতলার নব সংস্কারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, জেলাজুড়ে একাধিক পথশ্রী প্রকল্পের রাস্তা, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের রাস্তা, জেলা পরিষদের রাস্তা ও পূর্ত বিভাগের রাস্তার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দেউচা-পাচামি খোলা মুখ কয়লা খনি প্রকল্পের জন্য জমিদাতা ৫০০ জনের হাতে গ্রুপ ডি ও জুনিয়র পুলিস কনস্টেবল পদের নিয়োগপত্র তুলে দেওয়া হবে৷

ওই দিনই হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। উচ্চমাধ্যমিক পরীক্ষা, তাই স্বল্প দৈর্ঘ্যের সফর সূচি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সফরসূচির চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর থেকে অন্ডাল বিমানবন্দরে নামবেন তিনি৷ তারপর সড়ক পথে বোলপুর যাবেন৷ ওই দিন রাতে বোলপুরে থাকবেন৷ রবিবার সকালে বোলপুর থেকে হেলিকপ্টারে যাবেন সিউড়ি৷ তার পর সিউড়িতে অনুষ্ঠান শেষে ওই দিনই কপ্টারে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন, Paschim Medinipur: স্কুলে যেতে নৌকাই ভরসা, প্রাণের ঝুঁকি নিয়েই রূপনারায়ণ পার স্কুল পড়ুয়াদের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.