Coal Smuggling : ১০ টাকার `বিশেষ` নোটেই কয়লা পাচার, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
সমস্ত ধরনের কনসাইনমেন্টের কাজ চলত এই ১০ টাকার নোটের ইউনিক সিরিয়াল নাম্বার ব্যবহার করেই।
নিজস্ব প্রতিবেদন : কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling) সিবিআই-এর (CBI) হাতে এল চাঞ্চল্যকর তথ্য। আসানসোলে ক্যাম্প করে তদন্ত চালাচ্ছে সিবিআই-এর বিশেষ প্রতিনিধি দল ও কলকাতা পুলিসের দুর্নীতি দমন শাখা। চলছে তল্লাশি ও সন্দেহভাজনদের জেরা। সেই তদন্ত প্রক্রিয়াতেই এবার সিবিআই-এর হাতে এল এমন এক চাঞ্চল্যকর তথ্য, যাতে তাজ্জব বনে গিয়েছেন তদন্তকারী অফিসাররাও।
পাচারে ব্যবহার ১০ টাকার নোটের ইউনিক সিরিয়াল নাম্বার
তদন্তে উঠে এসেছে, কয়লা পাচার কাণ্ডে ব্যবহার করা হত ১০ টাকার নোটের ইউনিক সিরিয়াল নাম্বার। সমস্ত ধরনের কনসাইনমেন্টের কাজ চলত এই ১০ টাকার নোটের ইউনিক সিরিয়াল নাম্বার ব্যবহার করেই। প্রত্যেক কনসাইনমেন্ট হোল্ডারের কাছে থাকত এই ১০ টাকার নোট। পাচার কয়লা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর পরই সেই টাকার বিনিময়ে কয়লা ডেলিভারি নেওয়া হত।
সিবিআই সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বাড়ি-অফিস ও ভিন রাজ্য়ের কয়লা ব্যবসায়ীদের বাড়ি থেকে এরকম প্রচুর ১০ টাকার নোট উদ্ধার হয়েছে। যার সিরিয়াল নাম্বারগুলো কয়লা পাচারে ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন, কয়লাকাণ্ডে খোঁজ মিলল 'গোপন রুটে'র, আসানসোলে ক্যাম্প সিবিআই-এর
আরও পড়ুন, Rail Road Chakka Jam : আদিবাসীদের রেল রোকো কর্মসূচিতে ব্যাহত ট্রেন চলাচল, আটকে দূরপাল্লার বহু ট্রেন