Murshidabad: 'আক্রান্ত' কর্মীদের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে Adhir, উঠল গো-ব্যাক স্লোগান
রানিনগরে বেশ কয়েকজনের বাড়িতে 'ভাঙুচর-লুঠপাট'।
![Murshidabad: 'আক্রান্ত' কর্মীদের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে Adhir, উঠল গো-ব্যাক স্লোগান Murshidabad: 'আক্রান্ত' কর্মীদের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে Adhir, উঠল গো-ব্যাক স্লোগান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/03/343128-untitled-2021-09-03t174354.835.jpg)
নিজস্ব প্রতিবেদন: মুর্শিদাবাদে বিক্ষোভের মুখে পড়লেন অধীর চৌধুরী। কনভয় আটকে কালো পতাকা দেখানো হল প্রদেশ কংগ্রেস সভাপতিকে। উঠল 'গো-ব্যাক' স্লোগানও। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল রানিননগরে। নেপথ্যে কারা? অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। রানিনগরে ঝড়ু মণ্ডল-সহ বেশ স্থানীয় বেশ কয়েকজন কংগ্রেস কর্মী 'আক্রান্ত' হন। তাঁদের বাড়িতে ভাঙচুর, লুটপাট, এমনকী পুকুর থেকে মাছ ধরে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘড়িতে তখন বেলা এগারোটা। এদিন দলের সেই কর্মীদের সঙ্গে দেখা করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। রানিনগরের গোধনপাড়ার কাছারি পাড়ায় অধীর চৌধুরীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। কালো পতাকা দেখানো-'গো ব্য়াক', বাদ যায়নি কিছুই। ঘটনাকে কেন্দ্র উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শেষপর্যন্ত কোনওমতে বিক্ষোভকারীদের সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। এরপর দলের 'আক্রান্ত' কর্মীদের বাড়িতে যান অধীর। কথা বলেন পরিবারের লোকেদের সঙ্গে।
আরও পড়ুন: Jalpaiguri: একসঙ্গে ৩ ডোজ! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টিকা-গ্রহীতা
কেন এই বিক্ষোভ? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস। তাদের দাবি, শাসকদলের মদতেই এই ঘটনা। তৃণমূলের আবার পাল্টা দাবি, এর আগে এলাকায় যাঁরা খুন হয়েছেন, তাঁদের পরিবারের লোকেরাই বিক্ষোভ দেখিয়েছেন। 'খুনী'দের বাড়িতে গিয়েছিলেন অধীর। সেকারণেই জনরোষের মুখে পড়েছেন তিনি। এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)