শেষ হল এক অধ্যায়ের, প্রিয় 'ছোড়দা'কে হারাল কংগ্রেস!
হাসপাতালেই ছিলেন তাঁর স্ত্রী শিখা মিত্র। গিয়েছিলেন বিজেপি নেতা রাকেশ সিংও।
![শেষ হল এক অধ্যায়ের, প্রিয় 'ছোড়দা'কে হারাল কংগ্রেস! শেষ হল এক অধ্যায়ের, প্রিয় 'ছোড়দা'কে হারাল কংগ্রেস!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/30/265357-somen-blck.jpg)
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাত ১টা ৫০ মিনিট নাগাদ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত বেশ কয়েকদিন ভর্তি ছিলেন শহরের বেসরকারি হাসপাতালে। তবে দুদিন আগেই তাঁর ছেলে সাংবাদিকদের জানান, তাঁর বাবা চিকিত্সায় সাড়া দিচ্ছেন। আচমকাই, বুধবার রাতে তাঁর অবস্থার অবনতি হয়।
# ১৯৭২ থেকে ২০০৬সাল শিয়ালদহ আসন থেকে একাধিকবার বিধায়ক নির্বাচিত হন
# ২০০৮ সাল প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস গঠন করেন।
# ২০০৯ সাল ইন্দিরা কংগ্রেস যুক্ত হয় তৃণমূলের সঙ্গে।
# তৃণমূল কংগ্রেসের টিকিটে ২০০৯ সালে সোমেন মিত্র ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদও হন।
# ২০১৪ সালে ফের কংগ্রেসে ফেরা।
এদিন তাঁর মৃত্যুর খবর পাওয়ার পরই হাসপাতালে পৌঁছন কংগ্রেস সদস্যরা। হাসপাতালেই ছিলেন তাঁর স্ত্রী শিখা মিত্র। গিয়েছিলেন বিজেপি নেতা রাকেশ সিংও।