close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

অন্নপ্রাশনের নামে মাংস-ভাতের এলাহি আয়োজন, মেরে তাড়াল কেন্দ্রীয় বাহিনী

বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিউটাউনের ২০১, ২০২ নম্বর বুথের ২০০ মিটারের মধ্যেই চলছিল মাংস-ভাতের দেদার আয়োজন। কাজের মাঝে মাঝে এসে সেই মাংস চেখেও যাচ্ছিলেন দলীয় কর্মীরা। 

Updated: May 19, 2019, 08:39 PM IST
অন্নপ্রাশনের নামে মাংস-ভাতের এলাহি আয়োজন, মেরে তাড়াল কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব প্রতিবেদন: দেড় মাসের গনতন্ত্রের উৎসবের আজ শেষ দিন। ভোট উত্তাপও সপ্তমে। তবে এবার নিউটাউনে সেই উৎসবকে ঘরে উন্মাদনার পৌঁছাল অন্য পর্যায়ে। বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিউটাউনের ২০১, ২০২ নম্বর বুথের ২০০ মিটারের মধ্যেই চলছিল মাংস-ভাতের দেদার আয়োজন। কাজের মাঝে মাঝে এসে সেই মাংস চেখেও যাচ্ছিলেন দলীয় কর্মীরা। চলছিল মাংস-ভাত বিলিও।

আরও পড়ুন: তিলজলায় প্রবল বিক্ষোভের মুখে রাহুল সিনহা, ইটের ঘায়ে মাথা ফাটল ২ বিজেপি কর্মীর

টহল দেওয়াকালীন এই ঘটনা চোখে পরে কেন্দ্রীয় বাহিনীর। এসে খোঁজ নিতেই স্থানীয় যুবক এবং বাড়ির লোকেরা জানায় সেখানে অন্নপ্রাশনের রান্না হচ্ছে। অন্নপ্রাশনের সাফাইয়ে সন্দেহ হওয়ায় যেই বাচ্চার অন্নপ্রাসন তাকে একবার দেখতে চায় নাছোর কেন্দ্রীয় বাহিনী। শেষে রীতিমতো লাঠিচার্জ করে জমায়েত হটায় জওয়ানরা। শেষ পাওয়া খবর অনুযায়ী ভাত-মাংস রাস্তায় গড়াগড়ি গেলেও ভোট পর্বে কোনও ব্যাঘাত ঘটেনি।

নির্বিঘ্নেই চলছে ভোট গ্রহণপর্ব।