নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বাড়ানো হয়েছে টেস্টের সংখ্য়া। পশ্চিমবঙ্গ করোনা মোকাবিলায় সমস্ত দিক থেকেই তৈরি বলে শনিবার সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। ইতিমধ্যেই করোনা পরিস্থিতি মোকাবিলায় কলকাতার রাস্তায় নেমেছে কমব্যাট ফোর্স। মাইক্রো প্ল্যানিং করে চলছে কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া নজরদারি তচালানো হচ্ছে চিহ্নিত করেনা স্পর্শকাতর জায়গাগুলোতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার নবান্নের সাংবাদিক বৈঠকে কী বললেন মুখ্যসচিব, দেখুন


হাওড়ায় ৫৮০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে. তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত ৬২
কলকাতার কয়েকটি অংশে কনটেনমেন্ট, সংক্রমণ রুখতে এতেই সাফল্য় এসেছে।
নতুন করে রাজ্যে আক্রান্ত ২৩ জন
সুস্থ হয়ে ফিরেছেন ৭ জন
রাজ্যে এখন ১৭৮ আক্রান্ত চিকিৎসাধীন


টেস্টিং ল্যাবে ডবল সিফটে কাজ চলছে
ব়্য়াপিট টেস্টের কিট না থাকায় টেস্ট করা যাচ্ছে না। তাছাড়া সব দিক থেকেই তৈরি রাজ্য।
প্রাইভেট ক্লিনিং, চেম্বার বন্ধ করতে বলা হয়নি। তা যেন যথাযথ নিয়ম মেনে চলে। 
রাজ্যে ১৫০০টি ভেন্টেলেশনের ব্যবস্থা রয়েছে।
৬৬টি করোনা হাসপাতালে প্রায় ৭০৬৯টি বেড রয়েছে।
করোনা রুখতে যা যা করা দরকার সব করছে রাজ্য। 
পূর্ব মেদিনীপুরে  ৩০০ জনের মধ্যে ১৮ জনের রিপোর্ট পজেটিভ এসেছে