নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণ ঠেকাতে আবার লকডাউনের ভাবনা প্রশাসনের ।কয়েকদিনের পরিসংখ্যানে দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলায় দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ । সেই ভাবনা থেকে পুরো উত্তর ২৪ পরগনা জেলায় আরও কড়া ভাবে লকডাউন করার প্রস্তাব নবান্নে পাঠিয়েছেন উত্তর ২৪ পরগনারর জেলা শাসক ।
আরও পড়ুন-ফুলবাগান কাণ্ডে ৬ এমএম পিস্তল নিয়ে কাটল ধোঁয়াশা, চাঞ্চল্যকর তথ্য দিলেন খোদ অস্ত্র বিক্রেতা
মহকুমা এবং কমিশনারেট মিলিয়ে ৫ জায়গা চিহ্নিত করেছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন । সেগুলো হল বারাকপুর,বনগাঁ,বসিরহাট, বারসাত এবং বিধাননগর । ১৪ দিনের লকডাউনের প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে আপাতত। সেই প্রস্তাবে উল্লেখ রয়েছে -
** অফিসে কর্মীর উপস্থিতির হার ২০ শতাংশে নিয়ে আসতে হবে ।
** বাস,টোটো এবং অটো পুরোপুরি বন্ধ করে দিতে হবে ।
** জরুরি পরিষেবা আগেরমত চালু থাকবে ।
** ধর্মীয় স্থান পুরোপুরি বন্ধ করে দিতে হবে ।
** বিমান চলাচল বন্ধ করে দেওয়ার প্রস্তাব ।
** সমস্ত মল,রেস্টুরেন্ট-সহ সব বিনোদনে জায়গা বন্ধ করে দিতে হবে ।
** যারা বাইরে যাবেন তাদের মাস্ক পরা এবং সোশ্যাল ডিসট্যান্স বাধ্যতামূলক ।
সূত্রের খবর, হঠাৎ করে লকডাউন ঘোষণা করা হবে না । দুদিন প্রচার করা হবে এবং সঙ্গে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে । ১৪ দিনের লকডাউনের প্রস্তাব থাকলেও ১০ দিন পর একটা রিভিউ করা হবে । পরবর্তী সিদ্ধান্ত তারপর । উত্তর চব্বিশ পরগনার মত এই পরিস্থিতি হতে পারে কলকাতাতেও ।
আরও পড়ুন-'বহু আক্রান্ত', গোটা একটা আবাসন-ই এবার কনটেইনমেন্ট জোন! সিল করল পুলিস
উল্লেখ্য, সোমবার পর্যন্ত রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২২,৯৮৭ জন। এদিনই আক্রান্ত হন ৮৬১ জন। মৃত্যু হয় ২২ জনের।
এখনও পর্যন্ত কলকাতায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির করোনা পরিস্থিতি বেশ খারাপ। উত্তর ২৪ পরগনা জেলায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩,৯৪১ জন। গতকালই আক্রান্ত হয়েছেন ১৮১ জন। এখনও পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১২৯ জনের। সোমবার মৃত্যু হয়েছে ৭ জনের। জেলায় এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্ত ১,৫১৩ জন। সোমবার আক্রান্ত হন ৪৫ জন।
লকডাউনের পথে উত্তর ২৪ পরগনা, নবান্নে গেল প্রস্তাব