ফোন করলেই পৌঁছে যাবে Oxygen, ২৪ ঘণ্টার `দুয়ারে অক্সিজেন` পরিষেবা চালু বিবিরহাটে
এলাকার মানুষ কীভাবে জানবেন ওই অক্সিজেনের খবর? রমজান জানালেন, এর জন্য ইতিমধ্যেই মাইকিং শুরু হয়েছে
নিজস্ব প্রতিবেদন: করোনাকালে ওষুধ,অক্সিজেন সরবারহের নামে কালোবাজারিতে নেমেছে কিছু লোক। তবে করোনা রোগীদের সাহায্য করতে এগিয়ে এসেছেন আরও বেশি মানুষ। করোনা সংক্রমণ বাড়ায় অক্সিজেন সঙ্কট তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। সমস্যা সমাধানে এগিয়ে এলেন দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার সমাজসেবী রমজান আলি শেখ।
আরও পড়ুন-দুর্গাপুরে অক্সিজেনের সুবিধাযুক্ত ২০০ বেডের একটি Covid হাসপাতাল গড়ছে SAIL
সাতগাছিয়ার(Satgachia) বিবিরহাট SD 8 বাস স্ট্যান্ডে রমজান চালু করে দিলেন 'দুয়ারে অক্সিজেন' পরিষেবা। দিনরাত বিনামূল্যে করোনা রোগীদের অক্সিজেন দেওয়া হবে ওই কেন্দ্র থেকে। শুক্রবার থেকে চালু হয়ে গেল ওই পরিষেবা।
এখনওপর্যন্ত রমজানের হাতে রয়েছে ২৫টি অক্সিজেন সিলিন্ডার(Oxygen Cylinder)। প্রয়োজনের তুলনায় একেবারেই কম হলেও আপাতত ওইসব সিলিন্ডার দিয়েই কাজ শুরু দিলাম বলে জানালেন রমজান। ধাপে ধাপে সিলিন্ডারের সংখ্যা বাড়িয়ে ১০০ করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন-করোনা জীব, ওর বাঁচার অধিকার রয়েছে, ব্যাখ্যা BJP নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর
এলাকার মানুষ কীভাবে জানবেন ওই অক্সিজেনের খবর? রমজান জানালেন, এর জন্য ইতিমধ্যেই মাইকিং শুরু হয়েছে। রাতবিরেতে কেউ ফোন করলেই তাঁর কাছে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার।