দিনভর নানা বিতর্কে জড়ালেন সাতগাছিয়ার তৃণমূল প্রার্থী সোনালি গুহ

বারবার বিতর্কে জড়িয়েছেন। ভোটের দিনও বিতর্ক এড়াতে পারলেন না সোনালি গুহ। ফোনে সিপিএম এজেন্টকে মেরে বুথ থেকে বের করে দেওয়ার নির্দেশ। স্বতঃপ্রনোদিত হয়ে ব্যবস্থা নিল

Updated By: Apr 30, 2016, 06:22 PM IST
দিনভর নানা বিতর্কে জড়ালেন সাতগাছিয়ার তৃণমূল প্রার্থী সোনালি গুহ

ওয়েব ডেস্ক: বারবার বিতর্কে জড়িয়েছেন। ভোটের দিনও বিতর্ক এড়াতে পারলেন না সোনালি গুহ। ফোনে সিপিএম এজেন্টকে মেরে বুথ থেকে বের করে দেওয়ার নির্দেশ। স্বতঃপ্রনোদিত হয়ে ব্যবস্থা নিল

কমিশন।  বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হল সাতগাছিয়ার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ।

'মেরে বের করে দিন', প্রকাশ্যেই দলের কর্মীদের এমনটা নির্দেশ দিলেন সাতগাছিয়ার তৃণমূল প্রার্থী সোনালি গুহ। টিভিতে এই ফুটেজ দেখেই স্বতঃপ্রনোদিত ভাবে রিপোর্ট চায় কমিশন। জানানো হয় দিল্লিতেও। রিপোর্টের ভিত্তিতেই দুপুরের মধ্যে জেলা প্রশসানকে এফআইরের নির্দেশ দেয় কমিশন। কমিশনের নির্দেশে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয় সোনালি গুহর বিরুদ্ধে। হুমকি দেওয়া  ছাড়াও সরকারি কর্মীকে ভুল তথ্য দেওয়া,  আইন অনুযায়ী  সরকারি কর্মীর দেওয়া  আদেশ অমান্য করার অভিযোগ দায়ের হয়েছে।

শুধু বিরোধী এজেন্টকে মেরে বের করার নির্দেশই নয়। দিন ভর বারবার বিতর্কে জড়ান সোনালি। সকাল থেকেই সাতগাছিয়া বুথে বুথে হাজির  তৃণমূলের প্রার্থী সোনালি গুহ।  অটো চড়ে ঘুরে বেড়ালেন এলাকায়। নন্দডাঙা হাইস্কুলের বুথে সোনালিকে আটকায় কেন্দ্রীয় বাহিনী। জওয়ানদের সঙ্গে বচসায় জড়ান তিনি। অভিযোগ কাজ করছে না ইভিএম, ব্যবস্থা নিচ্ছে না কমিশন। প্রতিবাদে কাশীবাটি এলাকায় অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূলের দাপুটে নেত্রী। কখনও ফোনে নির্দেশ। কখনও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা। দিনভর এভাবেই শিরোনামে থাকলেন তৃণমূল নেত্রী।

.