Durgapur Shocker: প্রতিনিয়ত মানসিক নির্যাতন চলত টাকার জন্য। আর সেটা না পেয়েই তার বাবাকে খুন করে বাথরুমে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ মেয়ের
চিত্তরঞ্জন দাস: সম্পত্তির লোভে বাবা-মাকে খুনের অভিযোগ। বাড়ির বাথরুম থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত মৃতদেহ। অভিযুক্ত ছেলে ও তার স্ত্রী কে গ্রেপ্তারের দাবিতে পুলিসকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দম্পতির মেয়ে ও এলাকাবাসীদের। আটক ছেলে-বৌমা।
আরও পড়ুন-গলায় দড়ির ফাঁস; দেহে একাধিক ক্ষত, দশমীর সকালে খালে ভাসমান দেহ ঘিরে তোলপাড় এলাকা
বাথরুম থেকে বৃদ্ধ দম্পতির নিথর দেহ উদ্ধারকে ঘিরে ধুন্দুমার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার সগরভাঙা গ্রামে। অভিযুক্ত ছেলে আর তার বৌকে গ্রেপ্তারের দাবিতে অভিযুক্তর বাড়ি ঘিরে রেখে বিক্ষোভ স্থানীয়দের। পুলিস পরিস্থিতি সামলাতে এলে তাদেরকে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দম্পতির মেয়ে তার আত্মীয় স্বজন ও গ্রামের বাসিন্দাদের।
গতকাল রাতে বছর ৮৬ র নির্মলেন্দু ব্যানার্জী ও বছর ৮২ এর স্ত্রী ইলা ব্যানার্জীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির বাথরুম থেকে। খুনের অভিযোগ এনে রবিবার সকালে অভিযুক্ত বিপ্লব ব্যানার্জী ও তার স্ত্রী অপর্ণা ব্যানার্জিকে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। পুলিসের সামনেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাতে থাকে মৃত দম্পতির মেয়ে চৈতালি মুখার্জী ও তার বাকি পরিবার পরিজন।
অভিযোগ, প্রতিনিয়ত মানসিক নির্যাতন চলত টাকার জন্য। আর সেটা না পেয়েই তার বাবাকে খুন করে বাথরুমে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ মেয়ের। উত্তেজিত জনতার রোষ থেকে পুলিশ অভিযুক্ত দম্পতির ছেলে ও তার স্ত্রীকে থানায় আটক করে নিয়ে যায়। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের সগরভাঙা গ্রামে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
RWA
(20 ov) 125/5
|
VS |
BRN
126/3(18.1 ov)
|
Bahrain beat Rwanda by 7 wickets | ||
Full Scorecard → |
MAW
(20 ov) 139/7
|
VS |
BRN
140/1(15.1 ov)
|
Bahrain beat Malawi by 9 wickets | ||
Full Scorecard → |
QAT
(20 ov) 189/4
|
VS |
SDA
193/6(19.2 ov)
|
Saudi Arabia beat Qatar by 4 wickets | ||
Full Scorecard → |