মানবদেহে শুরু হচ্ছে কোভ্যাক্সিনের পরীক্ষা, ট্রায়ালের অংশ হতে চলেছে কলকাতাও

দেশের বিভিন্ন অংশের পাশাপাশি কলকাতা শহরের একাধিক ওয়ার্ডে নির্দিষ্ট নিয়ম মেনে কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। যদিও, এ বিষযে স্বাস্থ্য ভবন বা নাইসেডের পক্ষ থেকে সরকারি ভাবে কোনও তথ্য মেলেনি। 

Edited By: Priyanka Dutta | Updated By: Jul 3, 2020, 11:25 PM IST
মানবদেহে শুরু হচ্ছে কোভ্যাক্সিনের পরীক্ষা, ট্রায়ালের অংশ হতে চলেছে কলকাতাও
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কোভ্যাক্সিন ট্রায়াল কী শহর কলকাতাতেও? সূত্রের খবর হিসেবে সামনে আসছে এমনই তথ্য। সূত্রের খবর, ICMR এর নেতৃত্বে, নাইসেডের তত্ত্বাবধানে কোভ্যাক্সিন ট্রায়ালের অংশ হতে চলেছে শহর কলকাতা।

আরও পড়ুন: 'দুর্নীতির সঙ্গে আপোস না, প্রয়োজনে নতুন নেতা', কড়া বার্তা মমতার

দেশের বিভিন্ন অংশের পাশাপাশি কলকাতা শহরের একাধিক ওয়ার্ডে নির্দিষ্ট নিয়ম মেনে কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। যদিও, এ বিষযে স্বাস্থ্য ভবন বা নাইসেডের পক্ষ থেকে সরকারি ভাবে কোনও তথ্য মেলেনি। 

তবে সূত্রের খবর, কোভ্যাক্সিন ট্রায়ালের অংশ হতে চলেছে শহর কলকাতা। কলকাতার একাধিক ওয়ার্ডে নির্দিষ্ট নিয়ম মেনে কোভ্যাক্সিনের ট্রায়াল শুরুর সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও বিশাখাপত্তনম, রোহতক, নয়াদিল্লি, বেলগাঁও, পাটনা, নাগপুর, গোরখপুর, হায়দরাবাদ, কানপুর , গোয়া সহ বিভিন্ন জায়গায় ক্লিনিক্যাল ট্রায়াল চলবে।

আরও পড়ুন:  বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০,০০০; রেকর্ড মৃত্যু গত ২৪ ঘণ্টায়
স্বাধীনতা দিবসেই ঘায়েল হবে করোনা। ICMR-এর ঘোষণায় আশার আলো দেখছে দেশ। ইতিমধ্যেই ভারত বায়োটেকের সঙ্গে যৌথ গবেষণায় বড়সড় সাফল্য পেয়েছে icmr। ৭ জুলাই থেকে মানব দেহে কোভ্যাক্সিনের পরীক্ষা শুরু হচ্ছে। সফল হলে  স্বাধীনতা দিবসেই বাজারে আসতে চলেছে করোনার মারণাস্ত্র।

কোন অস্ত্রে কাবু নভেল করোনা? গবেষণাগারে ঘাম ঝরাচ্ছেন বিশ্বের তাবড় দেশের বিজ্ঞানীরা। সাফল্য অনেকটাই মুঠোয় এনে ফেলেছে ভারত। সবঠিক থাকলে আর মাস দেড়েকের প্রতীক্ষা। তারপরই হয়তো দোকানেই মিলবে করোনার মারণাস্ত্র কোভ্যাক্সিন। ICMR ও ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের তৈরি ভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল শুরু হচ্ছে দিনকয়েকের মধ্যেই। 

.