নিজস্ব প্রতিবেদন: দুবার দুরকম টিকা পেয়ে বিপাকে দিনহাটার এক মহিলা। তাঁর আশঙ্কা, দুরকম টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়লে কীহবে? এনিয়ে আইনি ব্যবস্থা নেওয়ারও কথা ভাবছেন ওই মহিলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দ্বিতীয়ের ভুল তৃতীয় ঢেউয়ে নয়, শিশু-চিকিৎসায় আগাম জোর, ২৩ হাজার কোটির প্যাকেজ  


দিনহাটা মহকুমা হাসপাতালে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে আসা জয়া নারায়ন রায়ের দাবি, ভ্যাকসিন নেওয়ার পর তিনি জানতে পারেন তাঁকে দেওয়া হয়েছে কোভিশিল্ড। অথচ তাঁকে দেওয়ার কথা কোভ্যাকসিন।


আরও পড়ুন-ফের Zika virus-র প্রকোপ দেশে, ১৩ জনের নমুনা পাঠানো হল পুনেতে


জয়া নারায়ন রায় বলেন, 'আমার কোভ্যাকসিন নেওয়া ছিল। আজ দ্বিতীয় ডোজ দেওয়ার কথা। একটা ঘরে দেখলাম কোভ্যাকসিন লেখা, অন্য ঘরে কোভিশিল্ডের স্টিকার। একজন সিভিক পুলিস বললেন ওখানে কোভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেই ঘরে ঢুকে জিজ্ঞাসা করি, আমাকে কি ফের নাম এন্ট্রি করতে হবে? তখন এক সিভিক ভলানন্টিয়ার বলেন, এন্ট্রি করতে হবে না লাইনে দাঁড়িয়ে যান। টিকা নিয়ে বেরিয়ে এসে দেখি একজন বসে রয়েছেন। তাঁর ওই বসে থাকার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, কোভ্যাকসিন নেই তাই অপেক্ষা করছি। ওর কথা শুনে ভেতরে গিয়ে জিঞ্জাসা করি বিষয়টা। তখন জানতে পারি আমাকে কোভিশিল্ড দেওয়া হয়েছে।'


এ বিষয়ে দিনহাটা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার মিঠুন বণিক বলেন, কোনও লিখিত অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)