মিছিল ঘিরে উত্তেজনা, CPIM কর্মীদের মারধরের অভিযোগ BJP-র বিরুদ্ধে

লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

Updated By: Jan 7, 2021, 09:06 PM IST
মিছিল ঘিরে উত্তেজনা, CPIM কর্মীদের মারধরের অভিযোগ BJP-র বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন : এবার CPIM কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আনন্দপুর এলাকার সাহাসপুরে। ঘটনায় জখম আহত ৮ CPIM কর্মী।

জানা গিয়েছে, এদিন সাহসপুরে বিকেলে CPIM-এর মিছিল ছিল। সেই মিছিল শেষে CPIM কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলার জেরে আহত হন ৬ জন। অন্যদিকে মিছিলে যোগ দিতে আসার সময়ও গাডরা এলাকায় ২ CPIM কর্মীকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হামলার জেরে জখম হয়েছেন মোট ৮ জন CPIM কর্মী। তার মধ্যে ৩ জন CPIM কর্মীর অবস্থা গুরুতর। 

আরও পড়ুন, Amphan-এ কমপ্লিট দুর্নীতি: Sujan, CM-র মদতে লুঠ: Jay Prakash

গুরুতর আহত ৩ CPIM কর্মী বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে রয়েছে আনন্দপুর থানার পুলিস। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব। অন্যদিকে, এদিন আবার বিজেপি যুব মোর্চা সভাপতির উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে।

আরও পড়ুন, Soumendu-র পর Dibyendu-Sisir-ও BJP-র পথে? বড় ইঙ্গিত Abhishek-র

.