নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচন শুরু হয়েছে ১১ এপ্রিল থেকে। ইতিমধ্যে তিন দফার নির্বাচন হয়ে গিয়েছে। সোমবার শেষ হল চতুর্থ দফার নির্বাচন। প্রতি দফাতেই বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এবার শোনা গেল উল্টো অভিযোগ। সোমবার তৃণমূল কংগ্রেসের এক পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি আসানসোল লোকসভা কেন্দ্র এলাকায় হয়েছে বলে খবর।


আরও পড়ুন: পঞ্চম দফার ভোটেও সববুথে কেন্দ্রীয় বাহিনী, জানাল নির্বাচন কমিশন


আসানসোল লোকসভা আসনের মধ্যে যে সাতটি বিধানসভা রয়েছে, তার মধ্যে একটি বারাবনি। সেখানকার রূপনারায়ণপুরে প্রতাপুর ৭৪ নম্বর বুথে ঘটনাটি ঘটে। সেখানে তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট ছিলেন সুজিত দস্তিদার।


তাঁর অভিযোগ, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ওই বুথে ভোট হয়েছে। কিন্তু দুপুরের দিকে একজন মহিলা ভোট দিতে আসেন। তাঁর কাছে কোনও ভোটার আইডি কার্ড ছিল না। সুজিতবাবুর দাবি, তিনি ওই মহিলাকে অনুরোধ করেন যে ভোটার আইডি কার্ড নিয়ে আবার ভোট দিতে আসার জন্য।


আরও পড়ুন: এসএমএসের উত্তর দেননি বিবেক দুবে, অভিযোগ অধীরের


তখনই গোলমাল বাধে। তাঁর অভিযোগ, সিপিএমের লোকেরা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে বাঁশ, রড, লাঠি দিয়ে মারধর করা হয়। মারধরের জেরে তিনি গুরুতর আহত হন। তাঁর মাথা ফেটে যায়। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়। পরে তিনি পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন।


আরও পড়ুন: বোতামে লাগানো সুগন্ধি, কে কে ভোট দেননি আঙুল শুঁকে বার করল তৃণমূল কর্মীরা 


এ বিষয়ে সিপিএমের তরফে অবশ্য কোনও বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের তরফেও কেউ কিছু জানায়নি।