ইস্যু কাটমানি: বাবার বিরুদ্ধে সরব ছেলে, টাকা ফেরত চেয়ে গ্রামবাসীদের নিয়ে চলল অবস্থান-বিক্ষোভ

অভিযোগ, উত্তর পাতীখালী গ্রামের বুথ সভাপতি আয়ুবালি গ্রামের বিভিন্ন সরকারি প্রকল্পের নাম করে কাটমানি নিয়েছেন।

Updated By: Jul 9, 2019, 02:09 PM IST
ইস্যু কাটমানি: বাবার বিরুদ্ধে সরব ছেলে, টাকা ফেরত চেয়ে গ্রামবাসীদের নিয়ে চলল অবস্থান-বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন: এবার বাবার বিরুদ্ধে সরব ছেলে। কাটমানি খাওয়ার অভিযোগে বাবার বিরুদ্ধে আন্দোলনের পথে নামলেন এক তৃণমূল নেতার ছেলে। ঘটনাটি ঘটেছে জীবনতলায়। অভিযোগ, উত্তর পাতীখালী গ্রামের বুথ সভাপতি আয়ুবালি গ্রামের বিভিন্ন সরকারি প্রকল্পের নাম করে কাটমানি নিয়েছেন। আর এরই প্রতিবাদে ছেলের নেতৃত্বে নেতার বাড়ি ঘেরাও করে গ্রামবাসীরা। চলে অবস্থান বিক্ষোভ।

আরও পড়ুন: সব্যসাচীর যোগদান নিয়ে সতর্ক বিজেপি, মুখে কুলুপ নেতৃত্বের

আজ মঙ্গলবার সকালে ফের ওই তৃণমূল নেতার বিরুদ্ধে জীবনতলা থানার সামনে বসে দীর্ঘ সময় ধরে চলে অবস্থান বিক্ষোভ চালায় বিক্ষুব্ধ গ্রামবাসীরা।  স্থানীয় বিধায়ককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি আমি দেখে নিচ্ছি, ওরা আমার সঙ্গে দেখা করতে এসেছি। 

.