নিজস্ব প্রতিবেদন: গতবছর এই সময়েই দক্ষিণবঙ্গে আছড়ে পড়ছিল ঘূর্ণিঝড় আমপান। তছনছ হয়ে গিয়েছিল সুন্দরবনের এক বিরাট অংশ। ঝড় চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বন্যা-ঝড়-নদীবাঁধের ভাঙন ঠেকাতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় রোপণ করা হবে ৫ কোটি ম্যানগ্রোভ চারা। সেই কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এবার দরজায় কড়া নাড়ছে ঘূর্ণিঝড় ইয়াস(Yaas)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আকার নিল Yaas


আমপানে নষ্ট হয়ে গিয়েছিল হাজার হাজার সুন্দরী গাছ। বহু জায়গায় হারিয়ে যায় সুন্দরবনের সৌন্দর্য। তার পরেই সুন্দরবনের ক্ষত সারানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয় তোড়জোড়। সুন্দরবনের বহু নদীর চরে তৈরি হয় ম্যানগ্রোভ(Mangrove) তৈরির নার্সারি।


আরও পড়ুন-মধ্যরাতে শীর্ষ আদালতে CBI, বৃহত্তর বেঞ্চ গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ 


এদিকে ওইসব ম্যানগ্রোভের চারা তৈরি করা হলেও তা রোপণ করার কাজ শেষ করা যায়নি। আজও মাতলা নদীর চরে পড়ে রয়েছে লাখ লাখ চারা। ম্যানগ্রোভ থাকলে নদীবাঁধের ভাঙন কিছুটা হলেও ঠেকানো যেত। ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো কিছুটা কমতো। ফলে এবার এনিয়ে আশঙ্কায় ক্যানিং, ঝড়খালি সহ বিভিন্ন এলাকার মানুষ।