নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবারই মৌসম ভবনের তরফে জানান হয়েছে 'শক্তিশালী' থেকে 'অতি শক্তিশালী' সাইক্লোনে পরিণত হয়েছে ইয়াস। যদিও বর্তমানে গতিপথ কিছুটা পরিবর্তন করেছে। কিন্তু দাপট বজায় থাকবে। এই প্রেক্ষাপটে কলকাতা ও পারাদ্বীপ বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার এর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী মানসুক মান্ডিবিয়ার। বৈঠকে ছিলেন পেট্রোলিয়াম দফতরের আধিকারিকরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা ও হলদিয়াকে স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করে সেখানে আগাম স্যাটেলাইট টিম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। এছাড়াও রয়েছে ২৫টি কুইক রেসপন্স টিম। প্রতিটি দলে থাকছেন ১০ জন করে। তারাতলা, এনএসডি ডক এবং বন্দরের কলোনিও নজরে রাখা হচ্ছে।


আরও পড়ুন, Cyclone Yaas: তৈরি হচ্ছে বাংলা, আমফানের থেকেও ভয়াবহ রূপ নিচ্ছে ইয়াস


এছাড়াও ৮টি স্যাটেলাইট ফোন এর ব্যবহার করা হবে জরুরি যোগাযোগ মাধ্যম হিসেবে। সাগরদ্বীপে থাকছে ১টি, হলদিয়াতে ৩টি, কলকাতায় ৩টি, এবং পারাদ্বীপে ১টি। বন্দরের হাসপাতালে রাখা হচ্ছে অক্সিজেন এবং বৈদ্যুতিক সুবিধা।