ভোরের আলো ফুটতেই সাগরদিঘি পৌঁছল কাশ্মীরে নিহত ৫ শ্রমিকের নিথর দেহ
বুধবার গভীর রাতে কলকাতায় এসে পৌঁছয় ৫ বাঙালি শ্রমিকের কফিনবন্দি দেহ।
![ভোরের আলো ফুটতেই সাগরদিঘি পৌঁছল কাশ্মীরে নিহত ৫ শ্রমিকের নিথর দেহ ভোরের আলো ফুটতেই সাগরদিঘি পৌঁছল কাশ্মীরে নিহত ৫ শ্রমিকের নিথর দেহ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/10/31/216090-1.jpg)
নিজস্ব প্রতিবেদন : ভোর হতেই বহালনগরে পৌঁছল কাশ্মীরে নিহত পাঁচ শ্রমিকের দেহ। মন্ত্রী ফিরহাদ হাকিমের তত্ত্বাবধানে রাতেই বিমানবন্দর থেকে সাগরদিঘি রওনা হয়। কান্নার রোল এলাকা জুড়ে। শোকে বিহ্বল গোটা গ্রাম। আজ দুপুরের পর হবে শেষকৃত্য। গ্রামে দাঁড়িয়েই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
বুধবার গভীর রাতে কলকাতায় এসে পৌঁছয় ৫ বাঙালি শ্রমিকের কফিনবন্দি দেহ। মৃতদেহ নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গভীর রাতেই কফিনবন্দি মৃতদেহগুলি নিয়ে সড়কপথে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন তিনি। ভোরের আলো ফুটতেই সাগরদিঘি পৌঁছে যায় কাশ্মীরে নিহত পাঁচ শ্রমিকের নিথর দেহ। জঙ্গিদের গুলিতে আহত আর এক শ্রমিককে চিকিত্সার জন্য বিমানবন্দর থেকে সোজা এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন - খুব শীঘ্রই রেশন কার্ড দেখালে ছাড় মিলবে বিগ বাজারে
মঙ্গলবার কুলগ্রামের কাটারসুতে একটি বাড়িতে কর্মরত শ্রমিকদের ওপরে গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের ওই গুলিতে নিহত হন মুর্শিদাবাদের সাগরদিঘির ব্রাহ্মণী গ্রামের ৫ শ্রমিক। গুরুতর আহত হন একজন।নিহতদের নাম- কামরুদ্দিন শেখ, মুর্শিনাম শেখ, রফিক আহমদ শেখ, নইমুদ্দিন, রফিকুল আলম।