কুয়ো থেকে উদ্ধার ৪ টি ওয়াইল্ড ক্যাটের দেহ

শুক্রবার চা বাগানের শ্রমিকেরা গাছে কীটনাশক স্প্রে করতে গিয়ে কুয়োর মধ্যে দেখতে পান ওই মৃত এই শাবকগুলিকে।

Updated By: Nov 16, 2018, 02:11 PM IST
কুয়ো থেকে উদ্ধার ৪ টি ওয়াইল্ড ক্যাটের দেহ

নিজস্ব প্রতিবেদন:  কুয়ো থেকে উদ্ধার ৪টি মৃত ওয়াইল্ড ক্যাট।  মালবাজার মহকুমার রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সুবর্ণপুর চাবাগানের একটি কুয়ো থেকে ওয়াইল্ড ক্যাটগুলির দেহ উদ্ধার হয়।  

আরও পড়ুন: বিয়ের ১ বছরে মেটেনি চাহিদা,  কালীপুজোর রাতে নিজের স্ত্রীকে ভরা রাস্তায় যা করলেন স্বামী

শুক্রবার চা বাগানের শ্রমিকেরা গাছে কীটনাশক স্প্রে করতে গিয়ে কুয়োর মধ্যে দেখতে পান ওই মৃত এই শাবকগুলিকে।  খবর চাউর হতেই স্থানীয় মানুষেরা ভিড় করেন এলাকায়।  ঘটনাস্থলে যান কাঠামবাড়ি বন দফতরের কর্মীরা।  স্থানিয় বাসিন্দা  রাজু হক বলেন,  কীভাবে কুয়োয় পড়ল এই চারটি শাবক তা বোঝা যাচ্ছে না। 

আরও পড়ুন: চা বাগানের ম্যানেজারের ওপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, তারপর...

সুবর্ণপুর চা বাগানের ম্যানেজার মহম্মদ রিয়াজ বলেন,  শ্রমিকরা কাজ করার সময় এই শাবকগুলি দেখতে পেয়ে জানান।

কাঠামবাড়ি বন দফতরের কর্মীরা জনিয়েছেন, এইগুলো চিতা শাবক নয়। এটা ওয়াইল্ড ক্যাট। তবে কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।

.