মুখাগ্নির সময়ে চক্ষুচড়ক গাছ পরিবারের, বদলে গিয়েছে মৃতদেহ
শ্মশানে পৌঁছে পরিবারের লোক দেখতে পান, দেহটি পরেশ সামন্তর নয়, অন্য কারোর।
নিজস্ব প্রতিবেদন: দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে মৃতদেহ বদলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। দিন ১৫ আগে দুর্গাপুরের বাসিন্দা ৮০ বছরের পরেশ সামন্তকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরিবারের তরফে। তাঁর ব্রেন টিউমার অপারেশন হয়। কিন্তু গতকাল মৃত্যু হয় তাঁর। বর্তমান নিয়ম অনুযায়ী প্যাকেটবন্দি অবস্থায় পরেশবাবুর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবার সিদ্ধান্ত নেয়, তাঁরা মগরা ত্রিবেণী শ্মশানে দেহ দাহ করবেন। কিন্তু সেখানে পৌছে তাঁরা দেখতে পান, দেহটি পরেশ সামন্তর নয়, অন্য কারোর।
আরও পড়ুন: পিটিয়ে খুনের অভিযোগ, যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য বেলুড়ে
ঠিক সেই সময়েই হাসপাতাল থেকেও ফোন আসে। জানতে চাওয়া হয়, দাহ হয়ে গিয়েছে কিনা! তখনও হয়নি একথা জানার পরই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যে দেহটি দেওয়া হয়েছিল তা আসলে ধানবাদের বাসিন্দা এক ব্যক্তির। এমনটাই জানিয়েছে সামন্ত পরিবারের। শেষপর্যন্ত ধানবাদের ওই পরিবারের লোকজন পরেশবাবুর দেহ নিয়ে শ্মশানে পৌঁছন। সেখানে দেহ বিনিময়ের পর শেষকৃত্য সম্পন্ন করে দুই পরিবারই। তবে কীভাবে এমন একটি ঘটনা ঘটল, তা নিয়ে ক্ষোভ চরমে। হাসপাতালের গা ছাড়া মনোভাবের প্রশ্নও তুলেছেন দুই পরিবার।