নিজস্ব প্রতিবেদন: সদ্যোজাতের জন্ম দেওয়ার পরেই প্রসূতির মৃত্যুতে উত্তাল পরিস্থিতি বোলপুর মহকুমা হাসপাতালে। চিকিত্‍সক ও নার্সদের গাফিলতিতেই এই মৃত্যু, অভিযোগ মৃতের পরিবারের। মৃতের পরিবারের সদস্যরা বোলপুর মহকুমা হাসপাতাল বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে আসে পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নানুরের (Nanur) বাইতাড়া গ্রামে বাড়ি মৃত নাসমা খাতুনের। মৃতের স্বামী মুস্তাকিম শেখ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 


আরও পড়ুন: ভ্যাকসিন নিতে লম্বা লাইনে উধাও ন্যূনতম দূরত্ববিধি


তাঁদের তরফে দাবি, আজ, সোমবার বেলা ২টো নাগাদ নাসমা খাতুন এক সদ্যোজাত শিশুর জন্ম দেন। এরপর তাঁর শারীরিক অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাঁকে অন্যত্র চিকিত্‍সার জন্য নিয়ে যেতে চান। চিকিত্‍সকেরা বাধা দেন বলে তাঁদের অভিযোগ।  চিকিত্‍সকদের গাফিলতির কারণেই এই মৃত্যু বলে মনে করেন তাঁরা। চিকিত্‍সক ও নার্সের কঠিন শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা। 


ঘটনার জেরে হাসপাতালের বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় রোগীর পরিবার। বোলপুর থানার পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। 


ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতাল (Bolpur Mahakuma Hospital) সুপার বুদ্ধদেব মুর্মু। তিনি বলেন, মৃত্যু হওয়ার মতো অবস্থা ছিল না ওই মহিলার। এবং ডাক্তার এবং নার্সরাও যথেষ্ট যত্ন-সহকারেই তাঁকে দেখেছেন। তবুও কেন এমন হল তা আমরা তদন্ত করে দেখব। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: ঘরের মধ্যে হঠাৎই জ্বলে উঠছে আগুন, কারণ খুঁজতে ঘটনাস্থলে পুলিস ও যুক্তিবাদী সমিতি