চোর ঠেকাতে সোনার দোকানের গেটে বিদ্যুত্সংযোগ? মৃত পথচারী

Updated By: Jul 21, 2017, 09:06 PM IST

ওয়েব ডেস্ক : সোনার দোকানের লোহার গেট ছুঁয়ে বিদ্যুত্‍স্পৃষ্ট। হুগলির বৈদ্যবাটীতে মর্মান্তিক মৃত্যু হল এক পথচারীর। মৃতের পরিবারের অভিযোগ, চোর ঠেকাতে ইচ্ছাকৃতভাবে দোকানের গেটে বিদ্যুত্‍সংযোগ করে রেখেছিলেন দোকান মালিক। অভিযোগ অস্বীকার করেছেন দোকান মালিক।

বৃহস্পতিবার রাত সাড়ে নটা। বাড়ি ফিরছিলেন বেসরকারি সংস্থার কর্মী প্রসেনজিত্‍ সেন। বৃষ্টি থেকে বাঁচতে ফুটপাথে দোকানের শেডের আড়াল দিয়ে হাঁটছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সোনার দোকানের কলাপসিবল গেট ছুঁয়ে ফেলেন তিনি।

পরিবারের লোকেদের দাবি, চোর ঠেকাতে ইচ্ছাকৃতভাবে বিদ্যুত্‍ সংযোগ করে রেখেছিলেন দোকান মালিক। দোকানের গেটে ঠেকে রয়েছে খোলা তার। মৃতের পরিবারের তরফে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও, দোকান মালিক দৃঢ়স্বরে অভিযোগ অস্বীকার করেছেন। CESC-এর আধিকারিকরাও দোকানে কোনও শর্ট শার্কিট পাননি বলে দাবি মালিকের।

আরও পড়ুন, নতুন জীবন, নতুন সংসার পেতে মায়ের হাতেই খুন সন্তান!

.