বার্নপুরে ইস্কোয় দুর্ঘটনায় মৃত্যু হল আরও এক ঠিকা শ্রমিকের
বার্নপুরে ইস্কোয় দুর্ঘটনায় মৃত্যু হল আরও এক ঠিকা শ্রমিকের। মৃতের নাম শঙ্কর নাগ। মর্মান্তিক দুর্ঘটনায় এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। হাসপাতালে আরও ৩ জনের চিকিত্সা চলছে।
ওয়েব ডেস্ক : বার্নপুরে ইস্কোয় দুর্ঘটনায় মৃত্যু হল আরও এক ঠিকা শ্রমিকের। মৃতের নাম শঙ্কর নাগ। মর্মান্তিক দুর্ঘটনায় এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। হাসপাতালে আরও ৩ জনের চিকিত্সা চলছে।
আরও পড়ুন- বার্নপুরের ইস্কোয় ঠিকাকর্মীর গায়ে পড়ে গেল গলানো লোহা; মৃত ২, জখম ৭
প্রশ্নের মুখে ভারপ্রাপ্ত ম্যানেজারের ভূমিকাও। কার গাফিলতিতে এত বড় দুর্ঘটনা ঘটে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কারখানার কর্মীরা। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষনের দায়িত্ব পুরোটাই তুলে দেওয়া হয়েছে ঠিকাদারদের হাতে। কর্মীদের উপযুক্ত সুরক্ষা সামগ্রী না দিয়ে কেন এই ধরণের ঝুঁকিপূর্ণ কাজ করানো হত, তা নিয়েও সরব হয়েছেন কর্মীরা।গতকাল কারখানার মধ্যেই গলানো লোহা গায়ে পড়ে মৃত্যু হয় দুই ঠিকা কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৪জনকে। গোটা ঘটনায় ইস্কোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্থার কর্মীরা।