শীতে কাঁটা জোড়া ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গ জুড়ে ঘন কুয়াশা

আজও তাপমাত্রার পারদ ঘোরাঘুরি করছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই। ঝঞ্ঝা কাটলে নতুন বছরের শুরুতে জাঁকিয়ে শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Updated By: Dec 30, 2017, 11:26 AM IST
শীতে কাঁটা জোড়া ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গ জুড়ে ঘন কুয়াশা

নিজস্ব প্রতিবেদন : শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গ ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। সড়কে দৃশ্যমানতা খুবই কম। রাস্তায় গাড়ি চলছে ধীরগতিতে। এমনকি দিনের বেলাতেও জ্বলছে হেডলাইট। দেরিতে চলছে ট্রেনও। বাঁকুড়া, বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সর্বত্রই একই অবস্থা। কুয়াশার কারণে বিঘ্নিত সুন্দরবনে নামখানা থেকে বেণুবন, লট নম্বর আট থেকে কচুবেরিয়া ভেসেল পরিষেবা।

অন্যদিকে, আজও তাপমাত্রার পারদ ঘোরাঘুরি করছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই। বছর শেষের আগের দিনও শীতের তেমন কামড় নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। তার জেরেই শক্তি হারাচ্ছে উত্তুরে হাওয়া। যার ফলেই নামছে না পারদ।

আরও পড়ুন, মৃত্যুর আগেই ছাত্রকে 'মৃত' ঘোষণা করে বিতর্কে শীতলপুরের স্কুল!

তবে ঝঞ্ঝা কাটলে নতুন বছরের শুরুতে জাঁকিয়ে শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে, শীতের অমিলে মুখভার বাঙালির। এবার বর্ষবরণ সপ্তাহান্তে পড়লেও, জ্যাকেট, সোয়েটার গায়ে চাপিয়ে হুল্লোড়টা যেন ঠিক জমছে না।

.