নিজস্ব প্রতিবেদন: করোনাকালে সংসদীয় কমিটির বৈঠক থেমে থাকবে কেন! তা হোক ভার্চুয়ালি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যাকে ফের চিঠি লিখে দাবি জানালেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-BJP-র পরাজয়ে ব্য়ঙ্গাত্মক পোস্ট! বন্ধ কবি'র ফেসবুক অ্য়াকাউন্ট


তৃণমূল সাংসদের দাবি, এর আগে গত বছর জুলাই ও অগাস্টে একই দাবিতে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ভার্চুয়ালি সংসদীয় কমিটির সেই বৈঠকের দাবিতে কানই দেয়নি সরকার। ফলে ফের চিঠি দিতে হচ্ছে।দেশে বর্তমানে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। সেকথা মনে করিয়ে দিয়ে ডেরেক(Derek O'Brain) লিখেছেন, গত ২ সপ্তাহ ধরে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ৩ লাখের উপরে। এই পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমেই বৈঠক হোক। এক্ষেত্রে সংসদের দুই কক্ষের গোপনীয়তা ভঙ্গ না করেই হোক বৈঠক। সর্বোপরি বর্তমানে দেশের যা অবস্থা তাতে ওই বৈঠক হওয়া জরুরি।




আরও পড়ুন-সোনওয়াল নন, এবার অসমের মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্ব শর্মা


সংসদীয় কমিটির পাশাপাশি, স্ট্য়ান্ডিং কমিটি, কনসালটেটিভ কমিটি ও সিলেক কমিটির বৈঠকও ভার্চুয়ালি করার দাবি জানিয়েছেন ডেরেক।