কার্নিভালের নাম করে মুখ্যমন্ত্রী নিজের প্রচার করছেন: দিলীপ

প্রসঙ্গত, ইতিমধ্যেই রেড রোডে শুরু হয়ে গিয়েছে কার্নিভাল। রেড রোডে শুরু হল জমজমাট পুজো কার্নিভাল। এই নিয়ে তৃতীয় বছরে পা দিল এই কার্নিভাল। 

Updated By: Oct 23, 2018, 06:20 PM IST
কার্নিভালের নাম করে মুখ্যমন্ত্রী নিজের প্রচার করছেন: দিলীপ

নিজস্ব প্রতিবেদন:   “কার্নিভালের নাম করে মুখ্যমন্ত্রী আসলে দলের প্রচার করছেন।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপবাবু বলেন, “কার্নিভাল আসলে লোক দেখানো। মুখ্যমন্ত্রী আসলে কার্নিভালের নাম করে তাঁর ও তাঁর দলের প্রচার করছেন।”

প্রসঙ্গত, ইতিমধ্যেই রেড রোডে শুরু হয়ে গিয়েছে কার্নিভাল। রেড রোডে শুরু হল জমজমাট পুজো কার্নিভাল। এই নিয়ে তৃতীয় বছরে পা দিল এই কার্নিভাল। এবারের কার্নিভালে বিদেশিদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো। ফোর্ট উইলিয়ামের দিক থেকে একে একে প্রতিমা নিয়ে এগিয়ে চলেছে পুজো কমিটিগুলি। ৫টা জায়েন্ট স্ক্রিনে দেখানো হচ্ছে। ৭৫টি প্রতিমা রয়েছে এবারের কার্নিভ্যালে।

আরও পড়ুন: রেড রোডে শুরু হল পুজো কার্নিভাল, দেখতে ক্লিক করুন এখানে

মুখ্যমন্ত্রী এবং ভিভিআইপি-দের বসার জন্য রেড রোডের ধারে কাল্পনিক রাজবাড়ি, ঠাকুর দালানের আদলে তৈরি হয়েছে মূল মঞ্চ। 

পার্ক স্ট্রিট যাওয়ার পথে ফোর্ট উইলিয়মের সাউথ গেট থেকে শুরু হবে শোভাযাত্রা। রেড রোড ধরে এগিয়ে নেতাজি মূর্তি, আকাশবাণী ভবনের পাশ দিয়ে প্রতিমা বাবুঘাটের দিকে চলে যাবে। 

 যে পুজোকে কেন্দ্র করে চল্লিশ হাজার কোটি টাকার ব্যবসা হয়, সেই পুজোকে সারা বিশ্বের দরবারে পৌছে দিতে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখতে দেখতে তৃতীয় বছরে পৌছে গেল পুজো কার্নিভাল।

 

.