Dilip Ghosh: 'হনুমানজির মতোই করোনার বৈশল্যকরণী এনেছেন মোদীজি'

কেন একথা বললেন মেদিনীপুরের সাংসদ? দেখুন ভিডিও।

Updated By: Nov 14, 2021, 06:01 AM IST
Dilip Ghosh: 'হনুমানজির মতোই করোনার বৈশল্যকরণী এনেছেন মোদীজি'

নিজস্ব প্রতিবেদন:  এদেশে করোনার টিকা আনল কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) 'হনুমানজি'র আসনে বসালেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে বললেন, 'হনুমানজি যেমন বৈশল্যকরণী নিয়ে এসে লক্ষণকে বাঁচিয়েছিলেন, মোদীজি তেমনই ভ্যাকসিন এনে আমাদের সবাইকে বাঁচিয়েছেন'।

উৎসবের মরসুমের ফের করোনা আতঙ্ক। কলকাতা-সহ রাজ্যে সর্বত্রই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা পৌঁছে দিয়েছে দুই অঙ্কের ঘরে। পরিস্থিতি মোকাবিলা বেশ কয়েকটি জায়গায় চালু হয়েছে  মাইক্রো কনটেইনমেন্ট জোন। রাজ্যে সাড়ে সাত কোটির বেশি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করেছে স্বাস্থ্য দফতর। টিকাকরণ অভিযান চলছে জোরকদমে। ভ্যাকসিন নিয়েছেন, এমন মানুষের সংখ্যা আট কোটি পেরিয়ে গিয়েছে। কারা এখনও টিকার প্রথম ডোজ নেননি বা পাননি? স্বাস্থ্য দফতর যখন বাড়ি বাড়ি খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নিল, তখন এই ভ্যাকসিন তৈরির যাবতীয় কৃতিত্বই প্রধানমন্ত্রীকে দিলেন দিলীপ ঘোষ।

 

আরও পড়ুন: Gariahat Murder: জোড়া খুনের অস্ত্র উদ্ধার পুলিসের, ডায়মন্ড হারবারে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি

এদিন মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শহরের কেরানিতলা বস্ত্র বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন এলাকা সাংসদ। সেই অনুষ্ঠানেই দিলীপ ঘোষ বলেন, 'চরম দুঃখের সময়েও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। অনেক বড় দেশ স্বীকার করেছে, মোদীজী না থাকলে আমরা বাঁচতে পারতাম না। হনুমানজি যেমন বিশল্যকরণী নিয়ে এসে লক্ষণকে বাঁচিয়েছিলেন, মোদীজি তেমনি ভ্যাকসিন এনে সবাইকে বাঁচিয়েছেন'। তাঁর দাবি, ইউরোপ-আমেরিকার উন্নত দেশেও যখন বহু মানুষ মারা গিয়েছে, তখন ভারতবর্ষের মৃত্যুর হার অনেক কম'। স্রেফ করোনাই নয়, পুজোর সময়ে চিনা দ্রব্য বয়কটের কথাও উল্লেখ করেন দিলীপ।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.