জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহুয়া মৈত্রকে নিয়ে তাঁর করা মন্তব্য ফের তৈরি করল বিতর্ক। পথসভায় 'অশালীন' মন্তব্য করলেন সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, মহুয়া মৈত্র সংসদে ইংরেজিতে গালাগালি করছেন। পরে সেই গালাগালি প্রকাশ্য পথসভায় তুলে ধরে সাত সকালেই নিজেই বিতর্কের মুখে পড়লেন দিলীপ ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bardhaman: শীতের শুরুতেই শুরু লিটল ম্যাগাজিন মেলা...


সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন করা এবং আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করার অভিযোগে তদন্তে নেমেছে CBI। আর প্রাতঃভ্রমণে বেরিয়ে দুর্গাপুরে গোপালমাঠ থেকে সাংসদ দিলীপ ঘোষ এই সূত্রে সাংসদ মহুয়া মৈত্রকে আক্রমণ করলেন। তৈরি হল নতুন বিতর্ক। আজ, রবিবার মর্নিং ওয়াক করতে বেরিয়ে দিলীপ বললেন, মহুয়া উত্তর না দিয়ে সবাইকে গালাগালি করছেন। সব প্রমাণ বের হতে শুরু হয়েছে। দোষ প্রমাণিত হলে শাস্তি হওয়া দরকার।


তবে শুধু মহুয়াতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি দিলীপ। মন্তব্য করেন আরও নানা বিষয়ে। শনিবার তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর কনভয়ের ভেতর ট্রাক ঢুকে পড়ে। এ প্রসঙ্গে পুলিসি নিরাপত্তার দিকে আঙুল তুলে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, কী কারণে বারে বারে দুর্ঘটনার কবলে পড়ছেন বিজেপি সাংসদ-বিধায়কেরা, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। পুলিস ঠিকমতো নিরাপত্তা দেয় না সেই কারণেই এমন ঘটছে। তিনি মনে করিয়ে দেন, এর আগেও একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছেন বিজেপি সাংসদ-বিধায়কেরা।


আরও পড়ুন: Malbazar: রাতে হাতি দেখার নতুন ঠিকানা ডামডিম...


দুর্গাপুর উৎসব নিয়েও কথা বলেন দিলীপ ঘোষ। এ বিষয়ে তিনি বলেন, উৎসব সব জায়গায় হচ্ছে, কিন্তু পুলিসের গাড়ি নেই, সরকারি দফতরে টাকা নেই, আবাস যোজনার টাকা নেই। অথচ কেন্দ্র থেকে টাকা আসছে! দিলীপ অভিযোগ করেন, সেই টাকা যাচ্ছে নেতাদের ঘরে। যখন তদন্ত হচ্ছে, তখন বেরিয়ে আসছে। এই সরকার গেলে তবেই বন্ধ হবে এই লুট। প্রাতঃভ্রমণের পর চায়ে পে চর্চায় যোগ দেন সাংসদ দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক লক্ষণ ঘরুই ও স্থানীয় বিজেপি নেতৃত্ব।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)