Dinajpur: আলুর স্বাদ ভুলতে হবে দিনাজপুরবাসিকে! বাজারে নতুন আলু ২০০ টাকা...

Dinajpur: অন্যদিকে বাজারে পুরনো আলু বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা দরে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে হিমাগারে থাকা আলু প্রায় শেষ হয়ে এসেছে।

Updated By: Nov 15, 2024, 06:29 PM IST
Dinajpur: আলুর স্বাদ ভুলতে হবে দিনাজপুরবাসিকে! বাজারে নতুন আলু ২০০ টাকা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধীরে ধীরে বাজারে আসতে শুরু করেছে নতুন আলু। সেই একইভাবে দিনাজপুরের বাজারে উঠেছে আগাম জাতের নতুন আলু। তবে রকেট গতিতে দাম চড়েছে সেই আলুর। ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নতুন আলু। অন্যদিকে বাজারে পুরনো আলু বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা দরে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে হিমাগারে থাকা আলু প্রায় শেষ হয়ে এসেছে। পাইকাররা চাহিদা অনুযায়ী আলু পাচ্ছেন না। এর সঙ্গে, অক্টোবর মাসে অতিবৃষ্টির কারণে আলুবীজ রোপণে দেরি হওয়ায় বাজারে আগাম আলু আসতে দেরি হচ্ছে। ফলে, সরবরাহ কমেছে এবং দাম বেড়েছে। কিন্তু আগাম আলু আসা মাত্র মাথায় হাত মধ্যবিত্তদের। 

আরও পড়ুন: Weather Update: আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় পারদ নামবে... তারপর, হাড়কাঁপানো ঠান্ডার বড় আপডেট!

যদিও দিনাজপুরের ক্রেতা ও বিক্রেতাদের মতে নতুন সবজির পাশাপাশি নবান্ন উৎসবকে কেন্দ্র করেই নতুন আলুর দাম ঊর্ধ্বগগনে। দাম এত চড়া হলেও বা কী। কিনতে তো হবেই। আর বাঙালির খাবার প্লেটে আলু থাকবে না তা কোনোদিনও হতে পারেনা। সকাল থেকে ২০০ টাকা কেজি আলু থাকলেও বিকেলে তার দাম কমে হয় ১৪০ টাকা কেজি।

আরও পড়ুন: Kartik Pujo | TMC: লোকের বাড়ি কার্তিক ফেলছে পুরসভা! কাউন্সিলর প্যাডে ২০০০ টাকাও দাবি... 

বাংলা পঞ্জিকা অনুযায়ী, পহেলা অগ্রহায়ণ সনাতন ধর্মের মানুষ নবান্ন উৎসব পালন করেন। সেখানে নতুন চালের ভাত, নতুন সবজি এবং পায়েস রান্না করা হয়। কিন্তু এবার আলু সময়ের থেকে দেড়ি হচ্ছে বাজারে আসতে ফলে নতুন আলুর দাম আকাশ ছোঁয়া। এত দামের ফলে কেউ কেউ ২০০ কিংবা ২৫০ গ্রাম আলু বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.