Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আগে রক্তাক্ত দিনহাটা, বাড়ি থেকে ডেকে খুন বিজেপি প্রার্থীর আত্মীয়
পরিবার সূত্রে জানা গিয়েছে যে শনিবার রাতে খাওার পরে বাড়িতেই ছিলেন শম্ভু দাস। বেশ কয়েকজন এসে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাড়ির থেকে বেশ কিছুটা দূরে ন্যে গিয়ে তাঁকে খুন করা হয় বলে জানা গিয়েছে। তাঁকে সেখান থেকে তুলে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেবজ্যোতি কাহালি: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন বিজেপি প্রার্থীর দেওরকে। দিনহাটার কিশামত দশগ্রামের টিয়াদহ এলাকার ঘটনা। মৃত ব্যাক্তির নাম শম্ভু দাস। শনিবার গভীর রাতে বিজেপি প্রার্থীর পরিবারের এক সদস্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় বলে জানা যায়। বাড়ির অদূরে তার রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। তার বৌদি বিজেপি প্রার্থী বিশাখা দাস।
আরও পড়ুন: Narendrapur: একাকী বৃদ্ধের গলার ছুরি ঠেকিয়ে ডাকাতি, গাড়িরচালক সহ গ্রেফতার দুই
পরিবার সূত্রে জানা গিয়েছে যে শনিবার রাতে খাওার পরে বাড়িতেই ছিলেন শম্ভু দাস। বেশ কয়েকজন এসে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাড়ির থেকে বেশ কিছুটা দূরে ন্যে গিয়ে তাঁকে খুন করা হয় বলে জানা গিয়েছে।
পরিবারের অভিযোগ বেশ কিছুক্ষন সময় চলে যাওয়ার পরে তাঁরা ঘটনাস্থলের দিকেই যাচ্ছিলেন এবং কিছুদূর যাওয়ার পরেই শম্ভু দাসের রক্তাক্ত দেহ মাটিতে পরে থাকতে দেখা যায়।
এরপরেই তাঁকে সেখান থেকে তুলে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন: Panchayat Election 2023: স্ক্রুটিনি পর্বেই জেলায় জেলায় একাধিক আসনে 'জয়ী' তৃণমূল!
মৃত ব্যক্তির পেটে, বুকে ছুড়ির দাগ রয়েছে বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে এই ছুড়ির আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে।
পাশাপাশি বিজেপি-র দাবি করেছে যে এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে শনিবার সাহেবগঞ্জের বিডিও অফিস এলাকায় যে উত্তেজনা দেখা গিয়েছিল তারপরেই ফের এই খুনের ঘটনার অভিযোগ উঠেছে।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বলেও জানা গিয়েছে।