বেপাত্তা চিকিৎসক, বিনা চিকিৎসায় মৃত্যু চার মাসের শিশুর

বার বার ডাক্তারকে ফোনে ডাকলেও নাকি সাড়া পাওয়া যায়নি কোনও চিকিৎসকরে। এরপরই পরিবারের লোকজন রা হাসপাতালে বিক্ষোভ দেখায়।

Updated By: Dec 22, 2020, 05:05 PM IST
বেপাত্তা চিকিৎসক, বিনা চিকিৎসায় মৃত্যু চার মাসের শিশুর
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। অন্দরন ফুলবাড়ী এক  জিপির সুভাষ পল্লির বাসিন্দা সমীর দাস তার চার মাসের সন্তানকে শ্বাস কষ্ট জনিত সমস্যা নিয়ে সোমবার সন্ধ্যায় মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরিবার সূত্রে খবর মধ্য রাতে শিশুর  শারীরিক অবনতি ঘটে। সকালে পরিবারের লোকজন অসুস্থ শিশুকে নিয়ে কোচবিহারে যেতে চায়।

আরও পড়ুন:  মধ্যমগ্রামে প্রকাশ্যে খুন, পরপর গুলিতে ঝাঁঝড়া প্রমোটার

শিশুর পরিবারের অভিযোগ, সেই সময়ে কোনও চিকিত্স না থাকায় গুরুতর অসুস্থ শিশুকে কিছুতেই ছাড়তে চানন নার্সরা। অভিযোগ, এরপর আরও অবস্থার অবনতি হতে থাকে চার মাসের ওই শিশুর। ধীরে ধীরে শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে। বার বার ডাক্তারকে ফোনে ডাকলেও নাকি সাড়া পাওয়া যায়নি কোনও চিকিৎসকরে। এরপরই পরিবারের লোকজন রা হাসপাতালে বিক্ষোভ দেখায়। উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। 

.